বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২০ কার্তিক ১৪৩২

জালিয়াতির আশঙ্কা

৭৪% ভারতীয় শিক্ষার্থীর আবেদন বাতিল কানাডার

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২২:৩২, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:২৭, ৫ নভেম্বর ২০২৫

৭৪% ভারতীয় শিক্ষার্থীর আবেদন বাতিল কানাডার

ছবি: রয়টার্স

কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী ভারতীয় শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের ৭৪ শতাংশ স্টাডি পারমিট আবেদন বাতিল করা হয়েছে। দুই বছর আগে এই হার ছিল মাত্র ৩২ শতাংশ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাল ‘লেটার অব অ্যাকসেপট্যান্স’ বা ভর্তিপত্র ব্যবহার করে স্টাডি পারমিট নেওয়ার ঘটনাগুলোই কানাডার সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ২০২৩ সালে প্রায় ১ হাজার ৫৫০টি ভুয়া আবেদন শনাক্ত করা হয়, যার বেশিরভাগই ভারতীয় শিক্ষার্থীর। পরে যাচাইকরণ প্রক্রিয়া জোরদার করে কানাডার অভিবাসন বিভাগ এবং তাতে আরও ১৪ হাজারের বেশি সন্দেহজনক লেটার অব অ্যাকসেপট্যান্স ধরা পড়ে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে ভারত থেকে স্টাডি পারমিটের জন্য আবেদন করেছিলেন ২০ হাজার ৯০০ জন শিক্ষার্থী। কিন্তু ২০২৫ সালের আগস্টে এসে এই সংখ্যা নেমে এসেছে মাত্র ৪ হাজার ৫১৫ জনে—যা দুই বছরে প্রায় ৮০ শতাংশ কমে যাওয়া নির্দেশ করে।

অন্যদিকে, সব দেশের শিক্ষার্থীদের মধ্যে গড় প্রত্যাখ্যানের হার ৪০ শতাংশ হলেও চীনা আবেদনকারীদের ক্ষেত্রে তা মাত্র ২৪ শতাংশ।

ভারতীয় দূতাবাসের প্রতিক্রিয়া

অটোয়ায় ভারতের দূতাবাস জানিয়েছে, ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি তাদের নজরে এসেছে। দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘ভারতীয় শিক্ষার্থীরা মানের দিক থেকে বিশ্বের অন্যতম সেরা। আমরা আশা করি, তাদের প্রতি ন্যায়সংগত আচরণ করা হবে।’

কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর উদ্বেগ

কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু ও ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান জানিয়েছে, ভারত থেকে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ইন্টারন্যাশনাল শিখ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জসপ্রিত সিং বলেন, ‘অনেক ভারতীয় শিক্ষার্থী এখন খুশি যে তারা কানাডায় আসতে পারেনি, কারণ এখানে পড়াশোনার পর স্থায়ীভাবে বসবাস বা চাকরি পাওয়া আগের তুলনায় অনেক কঠিন হয়ে পড়েছে।’

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ দল নিয়ে বিপিএল শুরু ডিসেম্বরের মাঝামাঝি
ইসির বিজ্ঞপ্তি প্রকাশ; নিবন্ধন-প্রতীক পেল আরও ৩ রাজনৈতিক দল, এনসিপি পেল ‘শাপলা কলি’
‘প্রকাশ্যে ‘ফ্লার্ট’ করতে সক্ষম পুরুষই আমার পছন্দ’-মালাইকা অরোরা
নরফোক’র নতুন উদ্যেগ; প্রবীণদের জীবন বাঁচাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা
’ওয়ার অন টেরর’-এর স্থপতি ডিক চেনি মারা গেছেন
ছোটপর্দায় ফিরছেন কাঞ্চন মল্লিক!
নতুন রূপে সেলেসাও স্কোয়াড; নেইমার বাইরে, ফাবিনহোর প্রত্যাবর্তন
চলে গেলেন ৩ বার অস্কার পাওয়া কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড
ভারতে ট্রেনের ধাক্কা, চূর্ণবিচূর্ণ বগি, নিহত ৪
বকেয়া না মেটালে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুঁশিয়ারি আদানির
মুক্তি পাচ্ছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩৭ বন্দি
বেলুচিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৪ সন্ত্রাসী নিহত: পাকিস্তান
ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত–শরীরচর্চা শিক্ষক পদ বাতিলে নারীপক্ষের তীব্র প্রতিবাদ
বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ
সুপ্রিম কোর্টে ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল
সাগরে লঘুচাপ, দুই বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কানাডায় শোতে বিতর্কে মাধুরী দীক্ষিত; দর্শকদের ক্ষোভ, টিকিট ফেরতের দাবি
নাসীরুদ্দীন তাসনিম নেতৃত্বে গঠিত এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি
১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পের বৈঠক