মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

জালিয়াতির আশঙ্কা

৭৪% ভারতীয় শিক্ষার্থীর আবেদন বাতিল কানাডার

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২২:৩২, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:২৭, ৫ নভেম্বর ২০২৫

৭৪% ভারতীয় শিক্ষার্থীর আবেদন বাতিল কানাডার

ছবি: রয়টার্স

কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী ভারতীয় শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের ৭৪ শতাংশ স্টাডি পারমিট আবেদন বাতিল করা হয়েছে। দুই বছর আগে এই হার ছিল মাত্র ৩২ শতাংশ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাল ‘লেটার অব অ্যাকসেপট্যান্স’ বা ভর্তিপত্র ব্যবহার করে স্টাডি পারমিট নেওয়ার ঘটনাগুলোই কানাডার সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ২০২৩ সালে প্রায় ১ হাজার ৫৫০টি ভুয়া আবেদন শনাক্ত করা হয়, যার বেশিরভাগই ভারতীয় শিক্ষার্থীর। পরে যাচাইকরণ প্রক্রিয়া জোরদার করে কানাডার অভিবাসন বিভাগ এবং তাতে আরও ১৪ হাজারের বেশি সন্দেহজনক লেটার অব অ্যাকসেপট্যান্স ধরা পড়ে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে ভারত থেকে স্টাডি পারমিটের জন্য আবেদন করেছিলেন ২০ হাজার ৯০০ জন শিক্ষার্থী। কিন্তু ২০২৫ সালের আগস্টে এসে এই সংখ্যা নেমে এসেছে মাত্র ৪ হাজার ৫১৫ জনে—যা দুই বছরে প্রায় ৮০ শতাংশ কমে যাওয়া নির্দেশ করে।

অন্যদিকে, সব দেশের শিক্ষার্থীদের মধ্যে গড় প্রত্যাখ্যানের হার ৪০ শতাংশ হলেও চীনা আবেদনকারীদের ক্ষেত্রে তা মাত্র ২৪ শতাংশ।

ভারতীয় দূতাবাসের প্রতিক্রিয়া

অটোয়ায় ভারতের দূতাবাস জানিয়েছে, ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি তাদের নজরে এসেছে। দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘ভারতীয় শিক্ষার্থীরা মানের দিক থেকে বিশ্বের অন্যতম সেরা। আমরা আশা করি, তাদের প্রতি ন্যায়সংগত আচরণ করা হবে।’

কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর উদ্বেগ

কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু ও ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান জানিয়েছে, ভারত থেকে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ইন্টারন্যাশনাল শিখ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জসপ্রিত সিং বলেন, ‘অনেক ভারতীয় শিক্ষার্থী এখন খুশি যে তারা কানাডায় আসতে পারেনি, কারণ এখানে পড়াশোনার পর স্থায়ীভাবে বসবাস বা চাকরি পাওয়া আগের তুলনায় অনেক কঠিন হয়ে পড়েছে।’

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার
শীতের আমেজ: আরও দুই ডিগ্রি নামার আশঙ্কা
সাত গোলের দাপটে শেষ ষোলোয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দল
হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে অপহরণ, গ্রেপ্তার ৩