কক্সবাজারে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১:১৩, ৫ নভেম্বর ২০২৫
কক্সবাজারে অবৈধ অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কলাতলী মেম্বারঘাটা এলাকার হাসান মেম্বারের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম কামরুল হাসান (৩০)। তিনি শহরের দক্ষিণ কলাতলী এলাকার হাজী হাসান আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কলাতলী মেম্বারঘাটা এলাকার হাসান মেম্বারের বাড়ি থেকে অভিযান চালিয়ে কামরুল হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় একটি এলজি, দুটি তাজা কার্তুজ এবং এক লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, “অভিযানে পুলিশের দ্রুত পদক্ষেপ ও গোয়েন্দা নজরদারির কারণে আমরা সফলভাবে অভিযুক্তকে আটক করতে পেরেছি। অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
