যুক্তরাষ্ট্র থেকে ১০০ কোটি ডলারের সয়াবিন আনবে তিন প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:১৭, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ০২:১৬, ৫ নভেম্বর ২০২৫
ছবি: ইউএস অ্যাম্বাসি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হলো এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে। বাংলাদেশের শীর্ষ তিন সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান—মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও ডেল্টা অ্যাগ্রো—আগামী এক বছরে যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের সয়াবিন আমদানির ঘোষণা দিয়েছে।
আজ সোমবার ঢাকার শেরাটন হোটেলে যুক্তরাষ্ট্রের সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সঙ্গে ১ বিলিয়ন ডলারের সয়াবিন ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে ওই তিনটি প্রতিষ্ঠান। এ সময় মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রোর প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
এই বাণিজ্যিক চুক্তিটি হয়েছে যুক্তরাষ্ট্র সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সহযোগিতায়, যা দেশটির কৃষকদের বৈদেশিক বাজারে প্রতিনিধিত্ব করে।
যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায় বলেন, ‘এই চুক্তি শুধু একটি বাণিজ্যিক পদক্ষেপ নয়; এটি আমাদের দুই দেশের কৃষি খাতের পারস্পরিক আস্থার প্রতীক। বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাদ্য ও তেল শিল্পে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য এখন একটি নির্ভরযোগ্য অংশীদার।’
এদিকে, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন চুক্তিটিকে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতার নতুন দিগন্ত’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি বাজারে পরিণত হয়েছে। এই চুক্তির ফলে আগামী বছরে যুক্তরাষ্ট্রের সয়াবিন বিক্রি তিনগুণ বৃদ্ধি পাবে।’
