দুটি দলের ওপরে ‘ভর করে টিকে আছে’ সরকার: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১৮, ৪ নভেম্বর ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
দুটি দল যা বলে সরকার ‘তাই করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকার ওই দুটি দলের ওপরে ‘ভর করে টিকে আছে’।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে অখণ্ড ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। তবে এই নেতা দল দুটির নাম উল্লেখ করেননি।
এসময় দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মির্জা আব্বাস বলেন, “যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই, তারা আজকে মাথা তুলে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে। এই সাহস এই শক্তি কোথায় পেল?”
বিগত বিএনপি সরকারের এই সাবেক মন্ত্রী বলেন, “আজকের যে সরকার, তাদের কার্যক্রম দেখে স্পষ্ট বুঝা যায় যে, তাদের নিজস্ব কোন শক্তি নাই। এই সরকার দুটি দলের উপরে অর্থাৎ একটি তাদের নিজস্ব সৃষ্ট দল, আরেকটি পুরনো দল। এই দুইটি দলের ওপরে ভর করে এই সরকার টিকে আছে।”
মির্জা আব্বাস বলেন, “এই সরকারকে ওরা যা বলে, এই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হল, একটা নির্বাচনি প্রতীক নিয়ে, আমি প্রমাণ করে দিলাম আপনাদের। ওরা যা বলবে, সেটাই করতে হবে।
এসময় মির্জা আব্বাস বলেন,“এরা কারা? এরা কোত্থেকে এল? এদের জনভিত্তি কি? এগুলোর ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে বুঝা যেত কে কয়টা ভোট পায়।”
রাজধানীর নয়া পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃতুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই স্মরণ সভার আয়োজন করে।
