মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৬, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৯, ৪ নভেম্বর ২০২৫
						
									আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে সেখানে জায়গা পাননি দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ নিয়ে নীরব না থেকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে দলীয় মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, তার মনোনয়ন ‘অন হোল্ড’ অবস্থায় রয়েছে। বিএনপি যেসব সহযোগী দলের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, তাদের সঙ্গে আসন সমঝোতা চলায় ৬৩টি আসনের নাম এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কয়েকটি দলের সঙ্গেও জোটের বিষয়ে আলোচনা চলছে।
তিনি জানান, বিএনপি এখনো ‘উইনেবল’ প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। যারা প্রতিযোগিতায় জয়ের সম্ভাবনা রাখে, দল তাদের বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
মনোনয়ন না পেয়ে কিছু কর্মীর বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, বড় দলে প্রার্থী হওয়ার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। অনেক আসনে ১০-১২ জন করে আবেদন করেছেন। সবাই মনোনয়ন পাবেন না, ফলে কেউ কেউ হতাশ হবেনই। তিনি বলেন, নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত, তবে এসব প্রতিক্রিয়া সাময়িক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তিনি প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। মনোনয়ন বণ্টনের পদ্ধতি ও ধাপগুলো সম্পর্কে সবাইকে অবহিতও করেছেন।
প্রার্থী তালিকা প্রসঙ্গে সাবেক এই সংসদ সদস্য বলেন, ঘোষিত তালিকাটি কেবল প্রাথমিক। সময়ের সঙ্গে সঙ্গে এতে পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।
নারী প্রার্থীর অংশগ্রহণ নিয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপি যদি নারী মনোনয়নের হার ৫ শতাংশ পর্যন্ত বাড়ায়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী প্রার্থী যুক্ত হতে পারেন।
