টেকনাফে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কলা গাছ রোপণ করে প্রতীকী প্রতিবাদ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৬:০১, ৪ নভেম্বর ২০২৫
						ছবি: সমাজকাল
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দলীয় প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় নেতা মোহাম্মদ আবদুল্লাহর অনুসারীরা। দল প্রার্থী ঘোষণা করার পরপরই সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে টেকনাফ পৌর শহরে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পাশাপাশি ‘অন্যায়ের প্রতিবাদে’ প্রতীকীভাবে কলা গাছ রোপণ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি দেশজুড়ে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশের পর রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকার বিভিন্ন মোড়ে শতাধিক আবদুল্লাহ সমর্থক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এ সময় তারা স্লোগান দেন— ‘অবৈধ মনোনয়ন মানি না, মানব না’—এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে টেকনাফ শহরের একাধিক স্থানে তারা কলা গাছ রোপণ করেন। স্থানীয়রা জানান, ‘এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক ব্যঙ্গাত্মক বার্তা।’ কেউ কেউ এটিকে দলীয় মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার প্রতীক বলেও মন্তব্য করেন।
মোহাম্মদ আবদুল্লাহর ছোট ভাই ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল রহমান জিহাদ ফেসবুকে এক স্ট্যাটাসে দলের নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানান। তিনি লেখেন, ‘দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে দুর্বল করার মতো কোনো কর্মকাণ্ডে কেউ জড়াবেন না।’
 
