অনার্স ৩য় বর্ষের ফি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি কমানোর দাবি ছাত্র ফ্রন্টের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:১২, ৪ নভেম্বর ২০২৫
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ছবি: সমাজকাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ফি বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নামমাত্র ফি কামানো শিক্ষার্থীদের সাথে প্রহসনের শামিল।
মঙ্গলবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে নেতারা বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ না নিয়ে পরীক্ষা ও সার্টিফিকেট বিতরণ কেন্দ্রে পরিণত করা হয়েছে। পর্যাপ্ত শিক্ষক-ক্লাসরুম, প্রাতিষ্ঠানিক আয়োজন সংকটে জর্জরিত। আবাসন-ক্লাসরুম সংকট শিক্ষার্থীদের শিক্ষার ব্যয় বৃদ্ধি করেছে। সম্প্রতি, অনার্স ৩য় বর্ষের ফি বৃদ্ধি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ এবং শিক্ষার্থীদের শিক্ষার ব্যয়ের বোঝাকে বৃদ্ধি করবে, যা অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাজীবনকে দুর্বিষহ করবে। গতবছর অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের তত্ত্বীয়-ব্যবহারিক-ইনকোর্স পরীক্ষা ফি, কেন্দ্র ফি, অন্তর্ভুক্তি ফি, বিশেষ অন্তর্ভুক্তি ফি মোট ২৯৫০ টাকা ছিল।’
তারা আরও বলেন, ‘এবছর শিক্ষার মান উন্নয়নের দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪৯০০ টাকা ফি নির্ধারণ করে। অধিভুক্ত কলেজগুলোতে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ফি কমিয়ে ৪০২৫ টাকা পুনর্নির্ধারণ করে। এই নামমাত্র ফি কমানো শিক্ষার্থীদের সাথে প্রহসন ছাড়া কিছু নয়।’
বিবৃতিতে অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের পুনর্নির্ধারিত অযৌক্তিক বর্ধিত ফি কমানোর দাবি জানানো হয়।
