অস্ট্রেলিয়ায় নতুন রূপে রাহুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:০৭, ১৭ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে নতুন রূপে দেখা যাবে ভারতের উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুলকে। সফরে অস্ট্রেলিয়ায় পৌঁছেই তিনি চুলের ছাঁটে এনেছেন বড় পরিবর্তন—ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে যেখানে তার চুল ছিল প্রায় ঘাড় পর্যন্ত, এখন তা অনেকটাই ছোট এবং স্টাইলিশ।
রাহুল নিজেই সামাজিক মাধ্যমে নিজের নতুন রূপের ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে, পার্থে এক পেশাদার হেয়ারস্টাইলিস্টের হাতে তিনি নতুন লুক পেয়েছেন, যা তার মুখাবয়ব ও ব্যক্তিত্বের সঙ্গে চমৎকার মানিয়েছে বলে জানিয়েছেন অনেকে। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, নতুন এই রূপে রাহুলকে আরও তরুণ ও আত্মবিশ্বাসী লাগছে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন রাহুল—অহমেদাবাদ টেস্টে শতরান এবং দিল্লি টেস্টে অপরাজিত অর্ধশতক খেলেছেন তিনি। সাদা বলের ক্রিকেটে তিনিই এখন ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক-ব্যাটার। স্বভাবতই আসন্ন তিন ম্যাচের এক দিনের সিরিজে গৌতম গম্ভীর ও শুভমন গিলদের কাছে রাহুলের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
গত বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের জন্য নির্ভরযোগ্য পারফর্মার হিসেবে নিজের প্রমাণ দিয়েছেন এই স্টাইলিশ ব্যাটার। এবার অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ছাঁটে, নতুন উদ্যমে দেখা যাবে তাঁকে—সম্ভবত এক দিনের ক্রিকেটে তাঁর আরেকটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।