কাতারে আফগানিস্তানের সঙ্গে আলোচনায় পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৩৮, ১৮ অক্টোবর ২০২৫

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ আজ শনিবার দোহায় আলোচনায় বসছে। এর আগে আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়, যা টানা দুই দিনের যুদ্ধবিরতি ভঙ্গ করে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
বৃহস্পতিবার ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় ১০ জনেরও বেশি লোক নিহত হয় বলে কাবুল কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, হামলায় কয়েকটি বাড়িঘর ও একটি রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটির পর দুই দিন শান্ত ছিল সীমান্ত অঞ্চল, কিন্তু শুক্রবার বিকেলে পুনরায় গোলাগুলি শুরু হয়।
আফগান সরকার পাকিস্তানের এই হামলাকে “সার্বভৌমত্ব লঙ্ঘন” বলে অভিহিত করেছে এবং কাবুল থেকে ইসলামাবাদে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা তাদের সেনাদের ওপর হামলা চালাচ্ছিল, তাই ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে বাধ্য হয়।
দোহায় আলোচনায় পাকিস্তানের প্রতিনিধি দল
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক শনিবার দোহায় যাচ্ছেন আফগান তালেবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য।
বিবৃতিতে বলা হয়, “দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানই এখন অগ্রাধিকার।” আলোচনায় কাতার সরকার মধ্যস্থতার ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয়েই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা দুই পক্ষকেই সংযম দেখাতে এবং বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, আফগান সীমান্তে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অজুহাতে পাকিস্তানের এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আবারও সংকটের মুখে ফেলতে পারে।