শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

মিডিয়া ছেড়ে বরকত বেড়েছে সানাই মাহবুবের

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:১৫, ১৭ অক্টোবর ২০২৫

মিডিয়া ছেড়ে বরকত বেড়েছে সানাই মাহবুবের

এক সময়ের আলোচিত মডেল ও গায়িকা সানাই মাহবুব এবার জানিয়েছেন, মিডিয়া ছেড়ে দেওয়ার পর তার জীবনে এসেছে ‘বরকত’। আগে যেখানে মাসে ৬-৭ লাখ টাকা আয় করেও কিছুই জমাতে পারতেন না, এখন তুলনামূলক কম আয় করেও ঢাকায় ফ্ল্যাট ও জমি কেনার মতো সামর্থ্য অর্জন করেছেন বলে জানান তিনি।

সানাই বলেন, ‘বরকত কী জিনিস, আমি হাড়ে-হাড়ে টের পেয়েছি মিডিয়া ছাড়ার পর। আগে মাসে ৬-৭ লাখ টাকা ইনকাম করতাম মিউজিক ভিডিও, ইউটিউব, ফেসবুক কনটেন্ট মিলিয়ে। কিন্তু এক টাকাও জমাতে পারিনি। পার্লার, জিম, হাতখরচ—সব মিলিয়ে মাসে ৫ লাখ টাকাই চলে যেত। কিন্তু এখন কসমেটিকসের ব্যবসা আর কর্পোরেট চাকরিতে ঢোকার পর আল্লাহর কৃপায় আয় কম হলেও বরকত বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন আমি চাইলে নিজে ১৫০০ থেকে ৩০০০ স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনতে পারি। ঢাকায় ২-৩ বিঘা জমিও কিনতে পারি ইনশাআল্লাহ। কারণ সব কিছু এখন হালাল ইনকামে। আর হালাল ইনকামে যে বরকত থাকে, তা আমি এখন অনুভব করি। আল্লাহ খুব ধীরে ধীরে, খুব চুপিচুপি হালাল রুজির বরকত বাড়িয়ে দেন।’

ওমরাহ পালনের ইচ্ছার কথাও জানান সানাই। তার ভাষায়, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, যদি এখন ৩-৪ কোটি টাকার ফ্ল্যাট একাই কিনতে পারি, তাহলে ওমরাহর পর ১০-১৫ কোটি টাকার ফ্ল্যাটও কিনতে পারব ইনশাআল্লাহ। আল্লাহর এই দানই আসল বরকত।’
 

আরও পড়ুন