ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৬, ১৬ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাতসহ দলটির ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তবে এখনো পর্যন্ত গ্রেফতারের কারণ বা মামলার বিস্তারিত তথ্য জানানো হয়নি। ডিবি সূত্র বলেছে, বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে সম্প্রতি ট্রাইব্যুনালে এক মামলার শুনানিতে সাবেক মন্ত্রিপরিষদ সদস্য খোকন চন্দ্র ওবায়দুল কাদেরকে ‘কাউয়া কাদের’ বলে আখ্যায়িত করে সমালোচনা করেন, যা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দেয়।