সিএমএম রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:১০, ১৩ অক্টোবর ২০২৫

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে।
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত বলে কর্তৃপক্ষ মনে করেছে।
প্রজ্ঞাপন জারি করা হয়েছে ২৯ সেপ্টেম্বর এবং এটি প্রকাশ্যে জানা যায় আজ (১৩ অক্টোবর)। বিধি অনুসারে বরখাস্ত: সুপ্রিম জুডিসিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা, ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে কার্যকর: বরখাস্তের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
রেজাউল করিম চৌধুরী ঢাকার সিএমএম হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। অভিযোগ ওঠার পর সুপ্রিম কোর্টের পরামর্শে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত মামলা ও বরখাস্তের প্রক্রিয়া সম্পন্ন হয়।