বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

চিফ প্রসিকিউটর অফিসের ফেসবুক পেজে সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২২, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:০৫, ১৩ অক্টোবর ২০২৫

চিফ প্রসিকিউটর অফিসের ফেসবুক পেজে সাইবার হামলা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও আরও একজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলাকালেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “আজ প্রসিকিউশনের যুক্তিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ঠিক সেই সময়েই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের ওপর সাইবার অ্যাটাক হয় এবং সাময়িকভাবে পেজটি ডিসেবল হয়ে পড়ে। পরে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।”

তাজুল ইসলাম আরও বলেন, “আমরা মনে করি, এই হামলার উদ্দেশ্য ছিল বিচারকাজে উপস্থাপিত তথ্য ও প্রমাণ যাতে দেশ-বিদেশের মানুষ জানতে না পারে, সেটি নিশ্চিত করা। অপরাধীদের সহযোগীরাই এই হামলার সঙ্গে জড়িত বলে আমাদের ধারণা। তারা চায় না দুনিয়া জানুক বিচারকাজ কতটা স্বচ্ছ ও প্রমাণনির্ভরভাবে চলছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপরাধ করে যেমন কেউ পার পাবে না, তেমনি অপরাধীকে রক্ষার চেষ্টাও সফল হবে না— ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসার জন্য নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছি।”

এদিন বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনা ও অন্য দুই অভিযুক্তের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পুরো প্রেক্ষাপট তুলে ধরেন।

এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদারসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু