বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

মাউশির ডিজি নিয়োগে বিজ্ঞপ্তি প্রত্যাহার চেয়ে আইনি নোটিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৪৫, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:০৩, ১৫ অক্টোবর ২০২৫

মাউশির ডিজি নিয়োগে বিজ্ঞপ্তি প্রত্যাহার চেয়ে আইনি নোটিস

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনকেও এ নোটিস পাঠানো হয়।

নোটিসে বলা হয়, গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আইনগতভাবে প্রশ্নবিদ্ধ এবং তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় শিক্ষা উপদেষ্টা ও সচিবের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক (পিআরএল) অধ্যাপক মো. আবেদ নোমানীর পক্ষে এ নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সারউজ্জামান। 

আইনি নোটিসে তিনজনকে বিবাদী করা হয়েছে—অধ্যাপক ড. সি. আর. আবরার, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, রেহেনা পারভীন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১-এর উপসচিব, যিনি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

৬ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির মহাপরিচালক পদে নিয়োগের জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ও তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনে সাত কর্মদিবসের মধ্যে, সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়—প্রার্থীকে হতে হবে সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্বের অধিকারী।

তবে নোটিসে অভিযোগ করা হয়েছে, এই বিজ্ঞপ্তি “নির্দিষ্ট একটি মহলের জন্য প্রণীত” এবং এতে “পূর্বানুমোদিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।” ফলে বিজ্ঞপ্তিটি সংবিধান ও প্রশাসনিক বিধি-বিধানের পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু