রবিবার বিকেলে শুরু হচ্ছে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৩, ১৮ অক্টোবর ২০২৫

চলমান অবকাশকালীন ছুটি শেষে আগামী রবিবার (১৯ অক্টোবর) থেকে পুনরায় শুরু হচ্ছে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। তবে প্রথম কার্যদিবসে আদালত শুরু হবে দুপুর ২টা থেকে—এ তথ্য জানানো হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে—অবকাশের পর প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান শেষে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে দুপুর ২টা থেকে।
উল্লেখ্য, প্রতিবছরই অবকাশ শেষে প্রথম কার্যদিবসে এমন সৌজন্য সাক্ষাৎ হয়। এর মাধ্যমে নতুন মেয়াদে বিচারিক কার্যক্রমের সূচনা ঘটে এবং প্রধান বিচারপতি বিচারক ও আইনজীবীদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন।