ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯:২৫, ২০ অক্টোবর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী জিহাদ (১৮) নিহত হয়েছে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী কলেজগেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে পথে থাকা অবস্থায় কয়েকজন ছিনতাইকারী জিহাদের পথরোধ করে। তারা তার কাছে থাকা মালামাল ছিনিয়ে নিতে চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে জিহাদকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় জিহাদ।
টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ইতোমধ্যে তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ বিস্তারিত তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।