মাদক কারবারে সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩০, ২০ অক্টোবর ২০২৫

ভোলায় নৌবাহিনীর হাতে ইয়াবাসহ এক চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। নিজের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন তিনি। পুলিশের সোর্স পরিচয়ে মানুষকে ভয় দেখানো এবং অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রবিবার ভোরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গাজিপুর রোড এলাকায় অভিযান চালিয়ে রমজান আলী রনি (৩৫) নামের ওই প্রাক্তন পুলিশ কনস্টেবলকে আটক করে নৌবাহিনী।
নৌবাহিনীর ভোলা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রনির কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রনি নিজেকে পুলিশের সোর্স পরিচয়ে এলাকায় দাপিয়ে বেড়াতেন। তিনি মাদক সেবনকারী বা ক্রেতাদের আটক করে অর্থ আদায় করতেন এবং টাকা না দিলে ডিবি পুলিশের ভয় দেখিয়ে কিংবা তাদের হাতে তুলে দেওয়ার হুমকি দিতেন। তার প্রতারণার শিকার হয়েছেন অনেক স্থানীয় বাসিন্দা।
নৌবাহিনী জানায়, রনি একজন চাকরিচ্যুত কনস্টেবল হলেও নিয়মিতভাবে নিজেকে প্রভাবশালী পুলিশ সদস্য হিসেবে উপস্থাপন করতেন। পরবর্তীতে আটক রনি ও উদ্ধার করা ইয়াবা ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।