ফিলিপাইনে ‘ফেংশেন’ দুর্যোগে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:২৩, ২০ অক্টোবর ২০২৫

ফিলিপাইনে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে প্রকৃতিক দুর্যোগ ‘ফেংশেন’। দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে ভূমিধস ও বন্যার আশঙ্কায় ২২ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
রবিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফিলিপাইন নিউজ এজেন্সি জানায়, ঝড়ের আঘাতে আরও অন্তত তিনজন আহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন। দেশটির একাধিক শহরে জরুরি অবস্থা জারি করে বিমান চলাচল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ঝড়টি স্থানীয়ভাবে ‘রামিল’ নামে পরিচিত। ফিলিপাইন আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রবিবার দুপুরে ফেংশেন ছিল ম্যানিলা উপসাগরের ওপর দিয়ে বয়ে যাওয়া অবস্থায়। এ সময় ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়।
ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের মুখপাত্র জুনি কাস্তিলো জানান, রাজধানী ম্যানিলা থেকে দক্ষিণ-পূর্বে অবস্থিত কুয়েজন প্রদেশের পিতোগো এলাকায় একটি গাছ ভেঙে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া মধ্যাঞ্চলীয় ওয়েস্টার্ন ভিসায়াস এলাকায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ বোকিদন প্রদেশের কুয়েজন পৌরসভায় ভূমিধসের ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কাস্তিলো। তিনি জানান, ঝড়ে প্রায় ১৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের তাণ্ডবে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের বহু এলাকায় ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।
প্রতি বছর গড়ে ২০টিরও বেশি টাইফুন আঘাত হানে ফিলিপাইনে। ফলে দেশটি প্রায়ই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে। এবারের ‘ফেংশেন’ সেই দুর্যোগের ধারাবাহিকতার নতুন রূপ।