সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

নারীদের উদ্দেশ্যে মেগান মার্কেল

আসল স্বাধীনতা আসে আর্থিক সামর্থ্য থেকে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৩৮, ২০ অক্টোবর ২০২৫

আসল স্বাধীনতা আসে  আর্থিক  সামর্থ্য থেকে

ব্রিটিশ রাজপরিবার ছাড়ার পর থেকে ‘স্বাধীন নারী’ হিসেবে নিজের অবস্থান নিয়ে বারবার আলোচনায় এসেছেন সাসেক্সের ডাচেস মেগান মার্কেল। এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ফরচুন মোস্ট পাওয়ারফুল ওম্যান সামিট ২০২৫ এ তিনি বললেন, “আসল স্বাধীনতা আসে আর্থিক স্বাধীনতা থেকে।”

মেগান বলেন, “আজকের যুগে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা—এটাই প্রকৃত স্বাধীনতা। আর্থিক জ্ঞান ও আত্মনির্ভরতা বিশেষ করে তরুণীদের ক্ষমতায়নের মূলভিত্তি। আমি তাই এই বিষয়ে অনেক সময় দিই। আমি চাই তরুন প্রজন্মের নারীরা আর্থিভাবে নিজেদের প্রতিষ্ঠা করবে। তাই এ বিষয়ে আমি কাজ করছি। অর্থের বিষয় নয় শুধু সাবলম্বি হওয়া নয়, এটা আত্মমর্যাদারও প্রশ্ন।”

রাজপরিবারের দায়িত্ব ও প্রটোকল থেকে সরে এসে ‘নিজে উপার্জন, নিজে সিদ্ধান্ত’—এই নীতিতে বিশ্বাসী মেগান আরও যোগ করেন,“নারীরা একে অপরকে সমর্থন করলে, আমরা শুধু একে অপরের জীবন নয়—নিজেদের মযাদা এবং উত্তরাধিকারও প্রতিষ্ঠিত হবে। নারী উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগ মানে কেবল একটি ব্যবসাকে নয়, সংস্কৃতির পরিবর্তনকে এগিয়ে নেওয়া।”

তিনি বলেন, “আর্থিক স্বাধীনতা নিয়ে কথা বলা কোনো ট্যাবু নয়। যত বেশি আমরা এই আলোচনাকে স্বাভাবিক করব, ততই নারীদের ক্ষমতায়ন দৃঢ় হবে।”

রাজপরিবার ত্যাগের পর মেগান মার্কল ও প্রিন্স হ্যারি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দুজনই বিভিন্ন সামাজিক–উদ্যোগ, মানবাধিকার, এবং নারী নেতৃত্বের উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত। বিশ্লেষকদের মতে, মেগানের এই বক্তব্য ছিল রাজপরিবার থেকে দূরে গিয়ে নিজের জীবনের ‘স্বাধীনতার ঘোষণা’রই এক নতুন অধ্যায়।

আরও পড়ুন