‘নারীবাদী হয়ে ওঠার গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের নারীবাদী আন্দোলনের ইতিহাস, সংগ্রাম ও অনুপ্রেরণার গল্প এবার একসঙ্গে ধরা দিল একটি বই ও ডকুমেন্টারিতে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ছায়ানটের মূল মিলনায়তনে প্রাগ্রসর ও ডিয়াকোনিয়া বাংলাদেশের যৌথ আয়োজনে প্রকাশিত হলো বই ‘নারীবাদী হয়ে ওঠার গল্প’, পাশাপাশি প্রদর্শিত হলো একই শিরোনামের একটি ভিডিও ডকুমেন্টারি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রাগ্রসর-এর নির্বাহী পরিচালক ফওজিয়া খন্দকার ইভা বলেন—এটি কোনো গবেষণামূলক বই নয়, বরং অভিজ্ঞতা ও সংগ্রামের বাস্তব কাহিনী। তিনি বলেন, “নারী মুক্তি মানেই সমাজের মুক্তি। পুরুষও মুক্তি পায় তখনই, যখন নারী মুক্ত হয়।”
ডিয়াকোনিয়া বাংলাদেশের খোদেজা লোপা উল্লেখ করেন, সমতার পৃথিবীর জন্য কাজ করা নারীদের সংগ্রামকে লিখিত ইতিহাসে আনা জরুরি। প্রকাশক উমর তারেক বইটিকে সময়োপযোগী আখ্যা দিয়ে বলেন, পাকিস্তান আমলের নারী সংগঠনের ইতিহাসও ভবিষ্যৎ খণ্ডে স্থান পাওয়া উচিত।
অনুষ্ঠানে নারীবাদী ব্যক্তিত্ব হামিদা হোসেন, ড. ফওজিয়া মোসলেম, খুশী কবির, শাহীন আনাম, আরমা দত্ত, সুলতানা কামালসহ বইয়ে অন্তর্ভুক্ত ১২ জন নারীর জীবনকথা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, নতুন প্রজন্মের জন্য এ বই হবে প্রেরণার উৎস, যেখানে নারী আন্দোলনের দীর্ঘ সংগ্রামের নথি সংরক্ষিত হলো।
সাংস্কৃতিক পর্বে মায়া এঞ্জেলোর Phenomenal Woman এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবলা আবৃত্তি করেন প্রজ্ঞা লাবণী। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সোহান আহমেদ। পাশাপাশি ‘নারীবাদী হয়ে ওঠার গল্প’ ডকুমেন্টারি প্রদর্শিত হলে হলভর্তি দর্শক গভীর মনোযোগে তা উপভোগ করেন।
সভাপতি সাবিহা বলেন, “আমাদের এই বই কোনো কাল্পনিক গল্প নয়। বাস্তব অভিজ্ঞতাই গল্প হয়ে উঠেছে।”
অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দসহ নারী আন্দোলনের বরেণ্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রায় তিন ঘণ্টার এই আয়োজনে জনাকীর্ণ ছায়ানট মিলনায়তন বারবার করতালিতে মুখর হয়ে ওঠে।