শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

সাইবার নিরাপত্তায় বিশ্বসেরা বিশেষজ্ঞ সৌদি নারী

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ২১:১২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সাইবার নিরাপত্তায় বিশ্বসেরা বিশেষজ্ঞ সৌদি নারী

সৌদি আরবের ড. ফাতেমা আল হারবি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা নারী সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নির্বাচিত হয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর ইতালির লেক কোমোতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তাকে এ সম্মাননা দেওয়া হয়। দিনটি সৌদি আরবের ৯৫তম জাতীয় দিবসের সঙ্গেও মিলে যায়।

ড. ফাতেমা আল হারবি বৈশ্বিক সাইবার নিরাপত্তা কৌশল ও তথ্য সুরক্ষায় তার অসামান্য অবদানের জন্য পুরস্কৃত হন। অনুষ্ঠানে বিশ্ব জুড়ে সাইবার নিরাপত্তা খাতে নারীদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়, যেখানে নারীর সংখ্যা এখনও তুলনামূলকভাবে কম।

সম্মাননা গ্রহণের পর তিনি এ অর্জন উৎসর্গ করেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান এবং সৌদির জনগণকে। তিনি বলেন, ‘এ স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত মাইলফলক নয়, বরং আমার দেশের ডিজিটাল ও সাইবার নিরাপত্তা খাতে ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন।’

ড. ফাতেমা আল হারবি অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের অর্জন অনুপ্রেরণাদায়ক এবং স্বীকৃতির যোগ্য। একই সঙ্গে তিনি পরিবার, সহকর্মী ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের উৎসাহ তার এ সাফল্যে মুখ্য ভূমিকা রেখেছে।

তিনি বিচারক ও আয়োজকদের প্রতিও ধন্যবাদ জানান। বিশেষভাবে ধন্যবাদ জানান ইউনাইটেড সাইবার নিরাপত্তা অ্যালায়েন্সের সিইও কারমেন মার্শকে, যিনি নারী নেতৃত্বকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

-গালফ নিউজ

আরও পড়ুন