শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

উখিয়ায় বন বিভাগের অভিযান

৬০টি বক উদ্ধার, শিকারিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

টেকনাফ-উখিয়া প্রতিনিধি

প্রকাশ: ২০:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

৬০টি বক উদ্ধার, শিকারিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন


কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের বিশেষ অভিযানে বিপুলসংখ্যক বক উদ্ধার হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উখিয়া বন রেঞ্জের সদর বনবিটের মাছকারিয়া ডেবা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান।
তিনি জানান, অভিযানে শিকারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত মোট ৬০টি বক বিকেলে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বন বিভাগ নিশ্চিত করেছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, মাছকারিয়া এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে সশস্ত্র সহযোগীদের নিয়ে নিয়মিতভাবে বক ও অন্যান্য বন্যপ্রাণী শিকার করে আসছে। তাদের মধ্যে পুতিয়ার ছেলে রিদুওয়ান, জালাল উদ্দিন ওরফে পুতিয়া, তৈয়ম গোলালের দুই ছেলে রুবেল ও জাহাঙ্গীর, আলী হোসেনের ছেলে তৈয়ব এবং জবর মুল্লুকের ছেলে বাক্কাসের নাম উঠে এসেছে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, শিকারিরা প্রায়ই ডেবা এলাকায় জাল পেতে বকসহ নানা বন্যপ্রাণী ধরে নিয়ে যায়। স্থানীয়রা বারবার বন বিভাগকে জানালেও অনেক সময় অভিযানে দেরি হয় বলে দাবি করেছেন তারা।
বাংলাদেশের বিদ্যমান বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বকসহ যেকোনো বন্যপ্রাণী শিকার, আটক বা হত্যা করা দণ্ডনীয় অপরাধ। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের অপরাধ দমনে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, অনিয়ন্ত্রিত শিকার শুধু জীববৈচিত্র্যকেই হুমকির মুখে ফেলছে না, বরং পরিবেশের সামগ্রিক ভারসাম্যও নষ্ট করছে। তাই আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরি।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন