পার্লামেন্টে শিশুকে কোলে নিয়ে সিনেটর মায়ের ভাষণ
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৯:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের লেবার পার্টির সিনেটর কোরিন মুলহল্যান্ড। তিনি গত ২৩ জুলাই পার্লামেন্টে প্রথম ভাষণ দেন। সেই মুহূর্তে তিনি আট মাস বয়সী পুত্র অগিকে কোলে নিয়ে উপস্থিত ছিলেন। সংসদে শিশুর উপস্থিতি সচরাচর দেখা যায় না। কিন্তু কোরিনের এই পদক্ষেপ ছিল এক সিনেটর মায়ের সাহসিকতা, মায়া, মমতা, ভালোবাসা ও সংগ্রামের প্রতীক।
কোরিন ভাষণের জন্য দাঁড়ালেন। কোলে শান্ত-শিষ্ট অগি। মা তার দিকে তাকিয়ে হাসলেন। শিশু ও মায়ের সেই দৃশ্য পুরো কক্ষে এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দিল। বক্তৃতা শুরু হলো। কোরিন বললেন, অগি এখানে কোনো প্রতীক নয়। সে তার জীবনের অংশ। সে তাকে মনে করিয়ে দেয় কেন সে এখানে দাঁড়িয়ে আছে।
কথাগুলো ছিল সরল, কিন্তু গভীর। সংসদ কেবল আলোচনা-বিতর্কের জায়গা নয়। এটি বাস্তব জীবনের পরিচয় বহন করে। মা হয়ে সংসদে দাঁড়ানো মানে নিজের অভিজ্ঞতা ও দায়িত্বকে অন্যের সামনে তুলে ধরা। কোরিন বলেন, ‘প্রতিদিন আমরা মা-বাবারা কাজ করি, সন্তানকে লালন করি, একই সঙ্গে জীবনের দায়িত্ব পালন করি। সেই বাস্তবতা সংসদে তুলে ধরাই আমার লক্ষ্য।’
কোরিনের এই উপস্থিতি সাহসের পরিচায়ক। তিনি প্রমাণ করলেন, মা হওয়ার বিষয়টি রাজনীতিতে কোনো বাধা নয়। বরং এটি শক্তি। তিনি বলেন, নির্বাচনের সময় অগিকে কোলে নিয়ে কতবার কাজ চালিয়ে গেছেন। স্তন্যপান করাতে করাতে সভা-সমাবেশে অংশ নিয়েছেন। সেই জীবনের গল্প আজ সংসদে প্রাণ পেয়েছে।
কোরিন বলেন, ‘আমি সংসদে মা হওয়ার শক্তি আনতে চাই। আমার সন্তান আমার পাশে থাকলে সাহস আরও বাড়ে। শিশুরা জীবনের শক্তির অনন্য উৎস।’ সংসদের অন্যান্য সদস্যরা তার ভাষণ মনোযোগ দিয়ে শুনেন। কেউ হাসেন, কেউ মাথা নেড়ে সম্মতি জানান।
সারাজীবন যারা মায়ের দায়িত্ব পালন করেছেন তারা বুঝবেন এই দৃশ্যের গুরুত্ব। শিশুর সঙ্গে বসে থাকা মানে দুর্বলতা নয়। এটি সাহসিকতার পরিচায়ক। এই মুহূর্তটি সমাজের জন্য শিক্ষণীয়। মা-বাবাদের জন্য প্রেরণা। সন্তানকে কোলে নিয়েও দায়িত্ব পালন সম্ভব। সংসদে মা ও শিশুর উপস্থিতি সেই বার্তা দেয়।