বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

রোনালদো ছাড়াই ভারতে আল নাসর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:২০, ২২ অক্টোবর ২০২৫

রোনালদো ছাড়াই ভারতে আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ভারতের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো হতাশায়। আজ রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ–২–এর ম্যাচে ভারতের ক্লাব এফসি গোয়া-র বিপক্ষে নামছে সৌদি ক্লাব আল নাসর, কিন্তু দলে নেই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

সোমবার রাতেই আল নাসরের পূর্ণ দল গোয়ায় পৌঁছেছে, কিন্তু রোনালদো তাতে ছিলেন না। সৌদি গণমাধ্যমে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল—গোয়া সফরে রোনালদোকে বিশ্রাম দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো।

গোয়ার সরকার ও স্থানীয় আয়োজকরা বারবার আল নাসর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলেন, যেন রোনালদো অন্তত এই ম্যাচে অংশ নেন। কিন্তু ক্লাব সেই অনুরোধ রাখেনি। ফলে যে ম্যাচ ঘিরে টিকিট বিক্রি হয়েছিল মুহূর্তেই, তা এখন হয়ে উঠেছে হতাশার উপলক্ষ।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন,“রোনালদোর গোয়া সফরের সম্ভাবনা গোয়া নয়, পুরো ভারতেই এক উৎসবের আবহ তৈরি করেছিল। তার উপস্থিতি রাজ্যের জন্য ছিল গর্বের বিষয়।”

রোনালদো ও আল নাসরের চুক্তিতে একটি ধারা অনুযায়ী, সৌদি আরবের বাইরে অনুষ্ঠিত ম্যাচে তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন—তিনি খেলবেন কি না। এবারের চ্যাম্পিয়নস লিগ–২–এ এখন পর্যন্ত দুটি ম্যাচেই খেলেননি তিনি।

দিনদুয়েক আগে আল ফাতেহর বিপক্ষে তার দুর্দান্ত গোল দেখে ভারতীয় ভক্তদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু গোয়া ম্যাচে না আসার খবর নিশ্চিত হওয়ায় হতাশা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।

গোয়া এফসি–র কর্মকর্তা রবি পুষ্কুর জানিয়েছেন,“আল নাসর দলকে আমরা সরকারি অতিথির মর্যাদায় স্বাগত জানাচ্ছি। দলের যেন কোনো রকম অসুবিধা না হয়, সেদিকে সরকারের তরফে নজর থাকবে।”

রোনালদো অনুপস্থিত থাকলেও গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে আজ রাতের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। দর্শকরা অন্তত আল নাসরের অন্যান্য তারকা ফুটবলারদের খেলা দেখতে মুখিয়ে আছেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের, জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করল সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা, আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী, চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি