বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

সচিনকে ছাড়িয়ে যেতাম, দাবি মাইকেল হাসির

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:৪১, ২২ অক্টোবর ২০২৫

সচিনকে ছাড়িয়ে যেতাম, দাবি মাইকেল হাসির

ক্রিকেটের ইতিহাসে সচীন টেন্ডুলকরের রেকর্ড যেন এক অনন্য শিখর — যা আজও অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্যাটার মাইকেল হাসি দাবি করেছেন, যদি তিনি আরও আগে জাতীয় দলে সুযোগ পেতেন, তবে সচিনকেও ছাড়িয়ে যেতেন! 
তিনি বলেন, “আরও কম বয়সে খেলতে পারলে সচিনের চেয়েও অন্তত পাঁচ হাজার রান বেশি করতাম।”
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট পডকাস্ট দ্য গ্রেট ক্রিকেটার এ-এ মাইকেল হাসি বলেন,“আমি অনেকবার ভেবেছি— যদি কুড়ির কোঠায় জাতীয় দলে সুযোগ পেতাম, তাহলে সচিনের থেকেও ৫,০০০ রান বেশি করতাম। সবচেয়ে বেশি রান, শতরান, অ্যাশেজ জয়, বিশ্বকাপ— সবই আমার থাকত! কিন্তু ওগুলো স্বপ্নই থেকে গেল।”
২০০৪ সালে যখন হাসির অস্ট্রেলিয়া দলে অভিষেক হয়, তখন তাঁর বয়স ২৯ বছর। তিনি জাতীয় দলের হয়ে খেলেন নয় বছর, মোট ১২,৪৮৮ আন্তর্জাতিক রান সংগ্রহ করেন। কিন্তু সচিন তেন্ডুলকর ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে টানা ২৪ বছর খেলেছেন, মোট ৩৪,৩৫৭ রান— প্রায় তিনগুণ বেশি।

রেকর্ডে রেকর্ড
পরিসংখ্যান    মাইকেল হাসি                     সচিন তেন্ডুলকর
টেস্ট ম্যাচ    ৭৯                                         ২০০
টেস্ট রান    ৬,২৩৫ (গড় ৫১.৫২)               ১৫,৯২১ (গড় ৫৩.৭৮)
ওয়ানডে ম্যাচ    ১৮৫                                  ৪৬৩
ওয়ানডে রান    ৫,৪৪২ (গড় ৪৮.১৫)            ১৮,৪২৬ (গড় ৪৪.৮৩)
টি-টোয়েন্টি    ৩৮                                           ১
টি-টোয়েন্টি রান     ৭২১                                  ১০
মোট শতরান    ২২                                   ? (১০০)

হাসি অবশ্য স্বীকার করেছেন, তার এই ভাবনা মূলত এক রসাত্মক উপলব্ধি— বাস্তবে নয়। তবে তার ক্যারিয়ার পরিসংখ্যান বলছে, তুলনামূলকভাবে ছোট সময়ে তিনি ছিলেন অত্যন্ত ধারাবাহিক ব্যাটার। গড় ৫০-এর ওপরে থাকা হাসির নামই তাকে দিয়েছে ডাকনাম মি. ক্রিকটার

তবুও সচিনের শাসনকালের ব্যাপ্তি ও ধারাবাহিকতা এক অনন্য অধ্যায়। ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০টি শতরান, ৩৪ হাজারের বেশি রান, অসংখ্য জয়— এই পরিসংখ্যানই প্রমাণ করে, তাঁকে ছাপিয়ে যাওয়া কেবল কল্পনাতেই সম্ভব।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি