বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

বঙ্গোপসাগর থেকে ৬ ট্রলারসহ ১০৪ জেলে গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৪:৩৬, ২২ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগর থেকে ৬ ট্রলারসহ ১০৪ জেলে গ্রেপ্তার

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অভিযোগে বঙ্গোপসাগর থেকে ৬টি ফিশিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনীর একটি টহল দল সোমবার (২০ অক্টোবর) বিকেলে গভীর সাগরে অভিযান চালিয়ে ট্রলারগুলো আটক করে। পরদিন মঙ্গলবার বিকেলে আটক জেলেদের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ‘নিষেধাজ্ঞা চলাকালে বঙ্গোপসাগরে ইলিশ আহরণের সময় টহলরত নৌবাহিনী ৬টি ট্রলার আটক করে। এসব ট্রলারে ১০৪ জন জেলে ছিল, যাদের অধিকাংশই বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী ও মহিপুর এলাকার বাসিন্দা।’

তিনি আরও বলেন, আটক ট্রলারগুলো থেকে প্রায় ৫ মেট্রিক টন মাছ জব্দ করা হয়েছে, যার বেশিরভাগই ইলিশ। উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে।

গ্রেপ্তার জেলেদের পরে ছেড়ে দেওয়া হলেও ট্রলার মালিকদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপের প্রক্রিয়া চলছে।

মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সাগর ও নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বাজারজাত নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই সময়ের মধ্যে যে কেউ মাছ ধরতে ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি