পাওলির অভিযোগ
নতুন পরিচালক না এলে ফ্রেশ ভাবনা আসবে না
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:১২, ২৬ অক্টোবর ২০২৫
জীবনের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকজন নামী পরিচালকের সঙ্গে কাজ করেছেন টালিউড অভিনেত্রী পাওলি দাম। সেই অভিজ্ঞতা তার কাছে গর্বের হলেও ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পাওলি বলেন,“আমাদের ইন্ডাস্ট্রিতে এখন রিপিটেশন চলছে। নতুন মুখ, নতুন পরিচালকের ভীষণ দরকার। না হলে নতুন চিন্তাভাবনা আসবে কীভাবে?”
পাওলির মতে, একই ধরনের কাজ, একই দলের পুনরাবৃত্তি ইন্ডাস্ট্রির সৃজনশীলতাকে সংকুচিত করে দিচ্ছে। তিনি আরও বলেন,“ধাক্কাধাক্কি চলছে, প্রতিযোগিতা আছে—কিন্তু এতে গোটা ইন্ডাস্ট্রি কতটা লাভবান হচ্ছে, তা নিয়ে আমি সন্দিহান। নিজেদের উত্থান-পতন নিয়ে কেউ স্বচ্ছ নয়, এটিই সবচেয়ে বড় সমস্যা।”
অভিনেত্রীর এই মন্তব্য টলিউড মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, পাওলির এই বক্তব্য শিল্পী সমাজের দীর্ঘদিনের এক অঘোষিত বাস্তবতাকে প্রকাশ করেছে—যেখানে নতুনদের সুযোগের অভাব এবং প্রতিষ্ঠিতদের আধিপত্যই সৃজনশীলতার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
