আজ দক্ষিণ কোরিয়ায় মিলা শো
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:২৭, ২৬ অক্টোবর ২০২৫
বাংলাদেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম আজ দক্ষিণ কোরিয়ার চাংওন শহরে আয়োজিত আন্তর্জাতিক এমএএমএফ ফেস্টিভ্যালে পারফর্ম করতে যাচ্ছেন। দেশীয় পপ সংগীতের উজ্জ্বল মুখ মিলা এবারও বিদেশের মঞ্চে তুলে ধরতে চলেছেন বাংলা গানের জাদু।
সম্প্রতি কানাডা ও সৌদি আরবে সফলভাবে কনসার্ট করার পর মিলা নিজের ব্যান্ডসহ দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন কয়েকদিন আগে। তার ব্যান্ডের সদস্যদের মধ্যে রয়েছেন—এনায়েত (বেস গিটার), ম্যালকম (লিড গিটার), কাকন (কীবোর্ড) এবং নাঈম (ড্রামস)।
এ আয়োজনটি দক্ষিণ কোরিয়ার জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত হবে, যা বিশ্বজুড়ে বাংলা সংগীতের প্রতিভা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরবে নতুনভাবে।
মিলা বলেন,“দক্ষিণ কোরিয়ার কনসার্ট নিয়ে আমি ও আমার ব্যান্ড খুবই এক্সাইটেড। আশা করছি, এটি হবে আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।”
প্রবাসী বাঙালি ও স্থানীয় দর্শকদের মন জয়ের লক্ষ্যে মিলা গত কয়েক সপ্তাহ ধরে কঠোর প্রস্তুতি নিয়েছেন।
সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় প্লেব্যাক করে নতুন করে সাড়া ফেলেছেন তিনি। তার কণ্ঠে গাওয়া ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ প্রকাশের পর শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে ব্যাপকভাবে। ফলে দেশ-বিদেশের মঞ্চে এখন তার ব্যস্ততা বেড়েই চলেছে।
মিলা জানান, কোরিয়ার শো শেষে ২৮ অক্টোবর তিনি দেশে ফিরবেন। ফিরে মানিকগঞ্জ গার্লস স্কুলে একটি কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি নতুন গান প্রকাশের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন এ তারকা।
মিলা বলেন,“বাংলা গানকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পারা সবসময় গর্বের। শ্রোতারা ভালোবাসা দিলে আমি আরও বড় আয়োজন নিয়ে আসব,”
