রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখলচেষ্টার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০:২২, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:১২, ২৬ অক্টোবর ২০২৫

বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখলচেষ্টার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার চর ঈশানে সরকারি বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীনদের প্রায় ৫০০ একর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৫ অক্টোবর) সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। 

সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর ইউনিয়নের তালতলি বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী অংশ নেয়। অভিযুক্ত মাসুম বিল্লাহ বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগীরা জানান, গত ২০ অক্টোবর রাতে কয়েকজন ব্যক্তি খননযন্ত্র দিয়ে তাদের জমির মাটি কাটতে শুরু করে। খবর পেয়ে তারা বাধা দিলে ৩০-৪০ জন অস্ত্রধারী এসে তাদের তাড়িয়ে দেয়। পরদিন স্থানীয় কৃষকরা প্রতিবাদ জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বুধবার সকালে কৃষকরা ১৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়রা জানান, চর ঈশানের ওই ৫০০ একর জমি ১৪১ জন ভূমিহীনের নামে সরকারি বন্দোবস্তে দেওয়া হয়েছে। প্রায় ৪০ বছর ধরে তারা সেখানে কৃষিকাজ করে আসছেন। কিন্তু সম্প্রতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি গোষ্ঠী জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভূমিহীন কৃষক মো. মোসারেফ হোসেন বলেন, ‘চার দশক ধরে বন্দোবস্তকৃত জমিতে আমরা চাষাবাদ করছি। কিন্তু এখন রাজনৈতিক প্রভাবশালীরা জোর করে দখল করতে চাইছে।’

ভুক্তভোগী নারী মোসা. কহিনুর বেগম (৬০) বলেন, ‘২০০১ সালে সরকার আমাদের নামে জমি বন্দোবস্ত দেয়। সেই জমিতেই এখন দখলের চেষ্টা চলছে।’

এ অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহ বলেন, “আমি বা আমার কোনো লোক জমি দখলের সঙ্গে জড়িত নই।”

বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “২২ অক্টোবর দুই পক্ষের মধ্যে বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক ব্যক্তিদের উভয় পক্ষের সম্মতিতে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, “যেসব ভূমিহীনের নামে জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, অবশ্যই তারা তাদের জমি ভোগদখল করবেন। এ বিষয়ে তদন্ত চলছে।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন