রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

অদৃশ্য শক্তি-ধান্দাবাজ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত: শামসুজ্জামান দুদু

প্রকাশ: ১৩:৪৬, ২৬ অক্টোবর ২০২৫

অদৃশ্য শক্তি-ধান্দাবাজ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত: শামসুজ্জামান দুদু

চারদিকে অদৃশ্য শক্তি ও ধান্দাবাজ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এসব চক্রান্ত ঠেকাতে দেশে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, “বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত চলছে। যারা দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল, তারা এখন পাশের দেশে পালিয়ে আশ্রয় নিয়ে লাগাতার অপপ্রচার চালাচ্ছে। ওই গোষ্ঠীর বর্তমান চাওয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন— অর্থাৎ আওয়ামী লীগ ও ১৪ দল নির্বাচনে থাকবে।”

তিনি আরও বলেন, দেশের সব রাজনৈতিক দলের রাজনীতির অধিকার অস্বীকার করি না। তবে যারা গণহত্যা, গুম ও অপহরণে জড়িত, তাদের আগে বিচারের মুখোমুখি হতে হবে। যারা ছোট ছোট ছেলে-মেয়েদের হত্যা করেছে, হাজারে হাজারে মানুষ গুম করেছে, আগে তাদের বিচার করতে হবে।”

বিচার ও অর্থপাচার প্রসঙ্গ বিএনপির এই নেতা বলেন, “মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি। সেই সন্তানদের যারা হত্যা ও নির্যাতন করেছে, তাদের বিচার হতে হবে। যারা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, সেই টাকা আগে ফেরত দেন। তারপর আপনারা নির্বাচনে অংশ নেবেন কি না, সেটা আমরা ঠিক করব।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’