সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

শেষ ম্যাচে বৃষ্টির হানা, পাকিস্তানের ওপরে থেকেই বিশ্বকাপ শেষ বাংলাদেশের

প্রকাশ: ০৮:২৭, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৮:৪৪, ২৭ অক্টোবর ২০২৫

শেষ ম্যাচে বৃষ্টির হানা, পাকিস্তানের ওপরে থেকেই বিশ্বকাপ শেষ বাংলাদেশের

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের নারীদের বিশ্বকাপের শেষ ম্যাচ। তবে শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পাকিস্তানের নিচে না নেমে সপ্তম স্থানে টুর্নামেন্ট শেষ করলো নিগার সুলতানার দল।

নারী ওয়ানডে বিশ্বকাপের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, ফলে বাংলাদেশের ইতিহাসের সেরা সাফল্যের স্বপ্ন অপূর্ণই থেকে গেল। রবিবার (২৬ অক্টোবর) মুম্বাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ২৭ ওভারে সীমিত হয়। একাধিকবার খেলা বন্ধ হওয়ায় ব্যাটারদের ছন্দ নষ্ট হয় এবং শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১৯ রান তোলে বাংলাদেশ।

শারমিন আক্তার ৫৩ বলে ৩৬ রান করে দলের ইনিংসের মূল ভরসা ছিলেন, সোবহানা মোস্তারি ২১ বলে ২৬ রান করে ভালো সঙ্গ দেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ২৪ বলে ৯ রান। রাধা যাদব ৩০ রানে ৩ উইকেট নেন, যার ফলে বাংলাদেশের ইনিংস ১১৭ রানে নবম উইকেট হারিয়ে ধস নামে।

ডাকওয়ার্থ-লুইস আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ১২৬ রান। জবাবে ভারত ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলে দারুণভাবে এগোচ্ছিল। কিন্তু ঠিক তখনই বৃষ্টি নামে এবং পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ ১ জয়, ৫ হার ও ১ পরিত্যক্ত ম্যাচ নিয়ে ৩ পয়েন্টে সপ্তম স্থানে টুর্নামেন্ট শেষ করে। নেট রান রেটে পিছিয়ে থাকায় পাকিস্তান পড়ে যায় সবার নিচে।

উল্লেখযোগ্য তথ্য:

২০২২ সালের মতো এবারও বাংলাদেশের সেরা সাফল্য ছিল দুটি জয়।

শেষ ম্যাচে জিতলে আগের রেকর্ড ছাড়িয়ে যাওয়া সম্ভব ছিল।

বৃষ্টির কারণে সেটি আর সম্ভব হয়নি।

 

টুর্নামেন্ট সারাংশ:

বাংলাদেশ নারী দল এবারও দেখিয়েছে উন্নতির ছাপ—ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকলেও বোলিংয়ে লড়াই করেছে। নিগার সুলতানার নেতৃত্বে দলটি ভবিষ্যতের জন্য নতুন আশার বার্তা রেখে গেল।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’