আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিকল্পনা নেই: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:০২, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:০০, ১২ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সম্প্রতি গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেনাবাহিনীর কিছু সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে—যেখানে দাবি করা হয়, আরও অনেক সেনা কর্মকর্তার বিরুদ্ধেও শিগগিরই একই পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব’ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই।’
প্রেস সচিব আরও বলেন, ‘এসব গুজবের উদ্দেশ্য হচ্ছে সাধারণ জনগণ এবং বিশেষত সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করা। এটি এক ধরনের বিদ্বেষপূর্ণ প্রচারণা, যা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।’ তিনি সাধারণ জনগণকে এসব অসত্য তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণায় কর্ণপাত না করার আহ্বান জানান।
এদিকে, আইসিটি যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেছে সেনা সদর।
এর আগে সেনাবাহিনী জানিয়েছিল, অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে অন্যতম সাবেক সিটিআইবি পরিচালক মেজর জেনারেল কবীর আহাম্মদকে ধরতে সীমান্তসহ সব স্থল, বিমান ও সমুদ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।