ঝটিকা মিছিলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৭, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:০১, ৫ নভেম্বর ২০২৫
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি মিছিল বা লকডাউনের মতো কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে ‘আইনের ফুল ফোর্স’ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রেস সচিব বলেন, ‘যার (শেখ হাসিনা) বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুনের অভিযোগ আছে, যিনি ঢাকার বড় কসাই— বুচার অব বেঙ্গল— তিনি এখন ভারতে বসে কী নির্দেশ দিচ্ছেন, সেটি আমাদের গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ মনিটরিংয়ে আছে।’ তিনি আরও বলেন, ‘সরকারের নির্দেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এমনকি দলের বিরুদ্ধে দায়ের করা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও আইসিটি প্রসিকিউশনের মাধ্যমে ট্রায়াল পর্যায়ে রয়েছে।’
শফিকুল আলম বলেন, ‘কেউ যদি এ নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমিতি বা ঝটিকা মিছিলের চেষ্টা করে, তাহলে আইনের কঠোর প্রয়োগ হবে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই সরকার এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না। কেউ যদি শেখ হাসিনা বা অন্য কারও বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে মাঠে নামে, তাকেও আইনের আওতায় আনা হবে।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে আগামী ১৩ নভেম্বর ‘লকডাউনসহ বিভিন্ন কর্মসূচি’ ঘোষণার কথা বলতে শোনা যায়।
