শব্দের তিনগুণ গতির নতুন মিসাইল তৈরির ঘোষণা পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:২৬, ৫ নভেম্বর ২০২৫
ছবি: আনাদলু এজেন্সি
মস্কোতে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ঘোষণা করেন, দেশটি নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল ও অন্যান্য উচ্চক্ষমতাসম্পন্ন সামরিক প্ল্যাটফর্মের উপর কাজ শুরু করেছে। তিনি বলেন, এই ক্রুজ মিসাইলের গতি শব্দের গতির তুলনায় প্রায় তিনগুণ হবে এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক স্তরে উন্নীত হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশটির বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়ে জানান যে, বুরেভেস্তনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পোসেইডন মানববিহীন ডুবোযান তৈরির সঙ্গে যুক্ত দলগুলোকে পুরস্কার দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে তিনি জানান, এসব সক্ষমতার ভিত্তিতে নতুন প্রজন্মের ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া।
পুতিন বলেন, `নতুন প্রজন্মের ক্রুজ মিসাইলের গতি শব্দের গতির চেয়ে তিনগুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক স্তরে পৌঁছাবে।‘ তিনি জোর দেন যে, রাশিয়া কোনো দেশের উপর আক্রমণাত্মক মনোভাব নিয়ে অনুপ্রবেশ করছে না; বরং অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো নিজ প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করাই তাদের লক্ষ্য।
রুশ সরকারী বর্ণনায় বলা হয়েছে, বুরেভেস্তনিক প্রকল্প রুশ জনগণের নিরাপত্তা ও দেশের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুতিন আরও উল্লেখ করেন, চলতি বছরে সার্মাত নামের একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী বছর এটি যুদ্ধসংগত মোতায়েন করা হবে।
পুতিনের ২০১৮ সালের ঘোষণায় বুরেভেস্তনিক ও পোসেইডনের মতো নতুন ধরনের পারমাণুচালিত অস্ত্র ব্যবস্থার কথা প্রথম বলা হয়েছিল। সম্প্রতি দেওয়া বক্তব্যগুলো এই বহুবছরের উন্নয়ন কর্মসূচির অগ্রগতি ও পরীক্ষার ফলাফল সম্পর্কে তথ্য দেয়, যদিও নির্দিষ্ট প্রযুক্তিগত বিশদ বা সময়সীমা সম্পর্কে সরকারীয়ভাবে সব তথ্য প্রকাশ করা হয়নি।
