ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:২১, ৫ নভেম্বর ২০২৫
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দীর্ঘ চোট-ভোগ শেষে উইকেটরক্ষক–ব্যাটার ঋষভ পান্থ ফিরলেন দলে, এবং ইংল্যান্ড সিরিজের মতো এবারও সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন পান্থ। ফলে মিস করেছিলেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের লড়াই। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসেবে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করে নির্বাচকদের আস্থা ফিরিয়ে এনেছেন তিনি।
দলে ফিরেছেন বাংলার পেসার আকাশদীপ, যিনি চোট সারিয়ে ফিরছেন। অন্যদিকে বাদ পড়েছেন প্রসিধ কৃষ্ণা এবং নারায়ণ জগদীশন।
সবচেয়ে আলোচিত অনুপস্থিতি মোহাম্মদ সামি—রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচে ১৫ উইকেট নেওয়া সত্ত্বেও তাকে ফেরানো হয়নি। ক্রিকেট মহলে গুঞ্জন, জাতীয় দলে সামির জায়গা এখন আর নির্বাচকদের পরিকল্পনায় নেই।
ভারতের টেস্ট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
অধিনায়ক: শুভমান গিল
সহ-অধিনায়ক: ঋষভ পন্থ
দল: যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশদীপ।
সিরিজ সূচি
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে, আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর থেকে।
স্পিন বিভাগে আছেন কুলদীপ যাদব, আর স্পিন-অলরাউন্ডার হিসেবে থাকছেন জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। পেস আক্রমণ সাজিয়েছেন বুমরা,
সিরাজ ও আকাশদীপকে নিয়ে। এছাড়া তরুণ নীতীশ কুমার রেড্ডি রয়েছেন পেস অলরাউন্ডার হিসেবে।
যদিও আলোচনায় ছিলেন সরফরাজ খান ও অভিমন্যু ঈশ্বরন, কিন্তু এই সিরিজেও তাঁদের সুযোগ হয়নি। নির্বাচকদের নজর এখন ভবিষ্যতের দিকে, যেখানে তরুণ মুখদের ওপরই ভরসা রাখছে দলীয় ম্যানেজমেন্ট।
