বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর কর্মসূচিতে হামলায় সরকারের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৩৭, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৪১, ৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর কর্মসূচিতে হামলায় সরকারের নিন্দা

চট্টগ্রাম–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী সমাবেশে সংঘটিত সহিংস হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার এক বিবৃতিতে সরকার বলেছে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহ এই হামলার মূল লক্ষ্য ছিলেন না; বরং একটি বিপথগামী গুলি তাকে আঘাত করে। আহত এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করেছে সরকার এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, হামলাকারীদের খুঁজে বের করতে এবং দ্রুত বিচারের মুখোমুখি করতে নিরাপত্তা বাহিনী যেন কোনো প্রকার শিথিলতা না দেখায়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে—বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। ইতিমধ্যে সিএমপি অভিযুক্তদের ধরতে ব্যাপক ম্যানহান্ট শুরু করেছে।’

এতে আরও বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে—আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেন কেউ উত্তেজনা না ছড়ায় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে।’

বিবৃতিতে বলা হয়, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকার অটল থাকবে। সরকার পুনরায় প্রতিশ্রুতি দিয়েছে যে, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সারাদেশে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়রাই থাকছেন বিপিএলে
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
স্যান্টনারের ঝড়ো লড়াইও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড
মামদানিকে অভিনন্দন জানালেন ওবামা
ভারত-নেপালের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু, একটি টিকিটে আরেকটি ফ্রি!
ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য
বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি