কুমিল্লায় বিএনপির মনোনয়ন নিয়ে বিক্ষোভ, রেলপথ অবরোধ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৩:১৬, ৫ নভেম্বর ২০২৫
ছবি: ওয়েবসাইট
কুমিল্লা–৬ ও কুমিল্লা–১০ আসনে দলীয় মনোনয়ন বণ্টন নিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা–কর্মীরা বুধবার (৫ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন। ফলে এক ঘণ্টার বেশি সময় ধরে ঢাকা–চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
কুমিল্লা–৬ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ নেতা–কর্মীদের একাংশ আমিন–উর–রশিদ ইয়াছিন–কে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ করেন।
বিকেলে নগরের ধর্মসাগরপাড়ের অস্থায়ী দলীয় কার্যালয় থেকে নারীদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
কর্মসূচিতে অংশ নেওয়া কামরুন নাহার বলেন, ‘ইয়াছিন ভাই দুই দশক ধরে কুমিল্লা সদরে দলের নেতৃত্ব দিচ্ছেন। তার মনোনয়ন বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
উল্লেখ্য, কুমিল্লা–৬ আসনটি কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা এবং সেনানিবাস এলাকা নিয়ে গঠিত।
অন্যদিকে কুমিল্লা–১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকেরা বিকেল সোয়া চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট বাজার এলাকায় রেল অবরোধ করেন।
বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল এবং মোবাশ্বের আলম ভূঁইয়াকে পুনঃমনোনয়নের দাবি জানান।
অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেন হাসানপুরে প্রায় ৫০ মিনিট আটকা পড়ে।
এছাড়া চাঁদপুর–চট্টগ্রামগামী সাগরিকা ট্রেনও লাকসামে এক ঘণ্টার বেশি সময় আটকে ছিল বলে জানিয়েছেন নাঙ্গলকোট রেলস্টেশনমাস্টার জামাল হোসেন।
পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে অবরোধকারীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
অবরোধে অংশ নেওয়া মনির হোসেন বলেন, ‘১৭ বছর ধরে মোবাশ্বের আলম ভূঁইয়া দলের জন্য মাঠে ছিলেন। অথচ এবার তাকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না।’
বিক্ষোভকারীরা পরে উপজেলা সদরের প্রধান সড়কগুলোতে মিছিল করেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান
