গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ, গ্রেপ্তারের দাবি ফখরুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩৫, ৫ নভেম্বর ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে গণসংযোগ কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, যিনি আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদ এলাকার চাইল্লাতলী মোড়ে সন্ত্রাসীদের হামলার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
তিনি বলেন,“এ ধরনের সন্ত্রাসী হামলা একটি স্বাধীন রাজনৈতিক পরিবেশে ভয়াবহ দৃষ্টান্ত। আমরা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
ফখরুল আরও বলেন, “এটি প্রমাণ করে যে, বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমননীতি এখনও অব্যাহত রয়েছে। এরশাদ উল্লাহর ওপর হামলা শুধু একটি ব্যক্তিকে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে লক্ষ্য করে করা হয়েছে।”
বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হামলার ঘটনাকে সরকারবিরোধী আন্দোলন দমনের অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ ও জনসভায় নিয়মিত অংশ নিচ্ছিলেন।
দলীয় সূত্র জানিয়েছে, হামলার সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু করেছে।
