বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলিতে নিহত সরোয়ার হোসেন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০:০৮, ৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলিতে নিহত সরোয়ার হোসেন

সরোয়ার হোসেন, ছবি :সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে বিএনপির নির্বাচনী গণসংযোগে গুলিতে সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
বিকেলে চট্টগ্রাম–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নেতৃত্বে চালিতাতলী এলাকায় নির্বাচনী গণসংযোগ চলছিল। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ, সরোয়ার হোসেন ও শান্ত নামে আরও এক ব্যক্তি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ হোসেন ও সরোয়ার হোসেনের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই আজ বিকেলে গুলির ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, “গুলিবিদ্ধ সরোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বিরুদ্ধে অস্ত্র, খুন ও চাঁদাবাজির ১৫টিরও বেশি মামলা রয়েছে।”

পুলিশ আরও জানায়, নিহত সরোয়ার গত মার্চ মাসেও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। ওই সময় বাকলিয়া অ্যাকসেস রোডে তাঁর প্রাইভেট কারে হামলা চালানো হয়, যেখানে দুজন নিহত হয়েছিলেন।

২০১৫ সালের পর থেকে সরোয়ার ‘বিদেশে পলাতক শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত বড় সাজ্জাদ আলীর অনুসারী ছোট সাজ্জাদের গ্রুপ থেকে বিচ্ছিন্ন হন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, চাঁদাবাজি ও হামলার ঘটনা বেড়ে যায়।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরোয়ার দলের কেউ নন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “গণসংযোগে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। সরোয়ার সেখানে উপস্থিত থাকতে পারেন, তবে এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এটি দুই সন্ত্রাসী দলের পুরনো বিরোধের জেরে সংঘটিত।”

এদিকে গুলিবিদ্ধ প্রার্থী এরশাদ উল্লাহ চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ জানান, “চিকিৎসকেরা জানিয়েছেন, এরশাদ উল্লাহ আশঙ্কামুক্ত। তার পেটে ছররা গুলি লেগেছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সরোয়ার হোসেন মাত্র এক মাস আগে বিবাহ করেন। তার বিয়ের অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। গত বছরের আগস্টে কারাগার থেকে জামিনে বেরিয়ে আসার পর থেকেই তাকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছিল।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়রাই থাকছেন বিপিএলে
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
স্যান্টনারের ঝড়ো লড়াইও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড
মামদানিকে অভিনন্দন জানালেন ওবামা
ভারত-নেপালের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু, একটি টিকিটে আরেকটি ফ্রি!
ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য
বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি