বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

শেরপুরে মিল থেকে সরকারি কর্মসূচির ৪ হাজার কেজি চাল জব্দ

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪:০৫, ৫ নভেম্বর ২০২৫

শেরপুরে মিল থেকে সরকারি কর্মসূচির ৪ হাজার কেজি চাল জব্দ

শেরপুরে মিল থেকে সরকারি কর্মসূচির ৪ হাজার কেজি চাল জব্দ। ছবি: সংগৃহীত

শেরপুর সদরে এক ব্যক্তিমালিকানাধীন রাইস মিল থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৪ হাজার কেজি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা অভিযানে শহরের নবীনগর এলাকার মেসার্স ওয়াসকুরুনী রাইস মিলের গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। এ সময় মিলের পরিচালক এনামুল হককে আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মিলের ভেতরে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১২ বস্তা পাটের বস্তা ও ৮টি প্লাস্টিকের বস্তায় ভর্তি চাল পাওয়া যায়। মোট ওজন ছিল ৩ হাজার ৮৪০ কেজি। এসব চাল নতুন মোড়কে ভরে দুটি ইজিবাইকে করে অন্যত্র সরানোর চেষ্টা চলছিল। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইজিবাইক চালকরা।

খাদ্য অধিদপ্তরের কারিগরি খাদ্য পরিদর্শক মানোয়ার হোসেন বলেন,“আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, এই চালগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দ ছিল, যা বিক্রয় বা মজুদ নিষিদ্ধ।”

এ বিষয়ে জেলা খাদ্য পরিদর্শক মাহবুবুর রহমান বলেন,“সরকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে খাদ্য সহায়তা দেয়, তা অবৈধভাবে বাণিজ্যিকভাবে বিক্রির চেষ্টা করা গুরুতর অপরাধ। আমরা ঘটনাস্থলে থেকে চালগুলো জব্দ করেছি।”

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম জানান,“সরকারি চাল জব্দের ঘটনায় মামলা করা হয়েছে। কে বা কারা এসব সরকারি সম্পদ এখানে এনেছে—বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় ডিলার বা পরিবেশকদের সহযোগিতায় এসব সরকারি চাল মজুদ করে পুনঃবিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন মিলের মালিক। খাদ্য অধিদপ্তর বলেছে, অভিযানের পর পুরো ঘটনাটি তদন্তে জেলা প্রশাসনের নেতৃত্বে পৃথক টাস্কফোর্স গঠন করা হবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির
অনুমোদন পেল জাপাা বরগুনা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে