শেরপুরে মিল থেকে সরকারি কর্মসূচির ৪ হাজার কেজি চাল জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:০৫, ৫ নভেম্বর ২০২৫
শেরপুরে মিল থেকে সরকারি কর্মসূচির ৪ হাজার কেজি চাল জব্দ। ছবি: সংগৃহীত
শেরপুর সদরে এক ব্যক্তিমালিকানাধীন রাইস মিল থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৪ হাজার কেজি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা অভিযানে শহরের নবীনগর এলাকার মেসার্স ওয়াসকুরুনী রাইস মিলের গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। এ সময় মিলের পরিচালক এনামুল হককে আটক করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মিলের ভেতরে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১২ বস্তা পাটের বস্তা ও ৮টি প্লাস্টিকের বস্তায় ভর্তি চাল পাওয়া যায়। মোট ওজন ছিল ৩ হাজার ৮৪০ কেজি। এসব চাল নতুন মোড়কে ভরে দুটি ইজিবাইকে করে অন্যত্র সরানোর চেষ্টা চলছিল। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইজিবাইক চালকরা।
খাদ্য অধিদপ্তরের কারিগরি খাদ্য পরিদর্শক মানোয়ার হোসেন বলেন,“আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, এই চালগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দ ছিল, যা বিক্রয় বা মজুদ নিষিদ্ধ।”
এ বিষয়ে জেলা খাদ্য পরিদর্শক মাহবুবুর রহমান বলেন,“সরকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে খাদ্য সহায়তা দেয়, তা অবৈধভাবে বাণিজ্যিকভাবে বিক্রির চেষ্টা করা গুরুতর অপরাধ। আমরা ঘটনাস্থলে থেকে চালগুলো জব্দ করেছি।”
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম জানান,“সরকারি চাল জব্দের ঘটনায় মামলা করা হয়েছে। কে বা কারা এসব সরকারি সম্পদ এখানে এনেছে—বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় ডিলার বা পরিবেশকদের সহযোগিতায় এসব সরকারি চাল মজুদ করে পুনঃবিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন মিলের মালিক। খাদ্য অধিদপ্তর বলেছে, অভিযানের পর পুরো ঘটনাটি তদন্তে জেলা প্রশাসনের নেতৃত্বে পৃথক টাস্কফোর্স গঠন করা হবে।
