খাগড়াছড়ির অগ্নিকাণ্ড: বজ্রপাত থেকে আগুন, পুড়লো ২৩ দোকান
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৩:০৯, ৫ নভেম্বর ২০২৫
খাগড়াছড়িতে বজ্রপাত থেকে আগুন। ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি স্বর্ণের দোকানসহ অন্তত ২৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, হঠাৎ বজ্রপাতের পরপরই বাজারের কাঁচা দোকানপাটে আগুন ধরে যায়। আগুনের সূত্রপাত বজ্রপাত থেকেই হয়েছে বলে প্রাথমিক ধারণা দিয়েছে ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের দাবি, এই ঘটনায় প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মহালছড়ি উপজেলায় নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায়, খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টার পর বুধবার ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন সমাজকালকে বলেন,“আগুন লাগার সময় বাজারের সব দোকান বন্ধ ছিল। ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আমাদের ধারণা, বজ্রপাতের কারণে কোনো কাঁচা দোকানঘরে আগুন ধরে যায়। তবে অবিরাম বৃষ্টির কারণে আগুন আরও ছড়াতে পারেনি।”
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
