টেকনাফে খালে ভেসে উঠল যুবনেতা ইউনুছ সিকদারের মরদেহ
উখিয়া–টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১১:৩০, ৫ নভেম্বর ২০২৫
মোহাম্মদ ইউনুছ সিকদার (৪২)। ছবি: সমাজকাল
কক্সবাজারের টেকনাফে খালে ভাসমান অবস্থায় উদ্ধার করা মরদেহ। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউনুছ সিকদার (৪২)-এর বলে শনাক্ত করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে রঙ্গীখালী আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী খালে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়—তিনি রঙ্গীখালী এলাকার স্থায়ী বাসিন্দা, জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও ইউপি সদস্য ইউনুছ সিকদার মেম্বার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, মরদেহ উদ্ধারের সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার পকেটে থাকা মোবাইল ফোন ও কিছু কাগজপত্রও নিখোঁজ ছিল। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, “ইউনুছ মেম্বার একজন সৎ, পরিশ্রমী ও জনদরদী মানুষ ছিলেন। কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। এমন নৃশংস হত্যাকাণ্ড আমাদের স্তম্ভিত করেছে।”
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, “ইউনুছ মেম্বার সম্প্রতি ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিশেষ ভূমিকা রাখছিলেন। এই কাজের কারণে কারও স্বার্থে আঘাত লেগে থাকতে পারে। আমরা তার হত্যার বিচার চাই।”
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর সমাজকালকে বলেন, “খালে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া মরদেহটি ইউনুছ সিকদারের বলে শনাক্ত হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাটির সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং কয়েকজনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য চিহ্নিত করা হয়েছে। অচিরেই মূল রহস্য উদঘাটন ও দায়ীদের গ্রেপ্তার করা হবে।
জনপ্রিয় এই যুবনেতা ও ক্রীড়া সংগঠকের অকাল মৃত্যুতে পুরো টেকনাফজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক নেতা, ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
