আর্জেন্টাইনের গোলে রিয়াল মাদ্রিদকে হারাল লিভারপুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:০৪, ৫ নভেম্বর ২০২৫
অ্যানফিল্ডে আবারও ফুটবল জাদু দেখাল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিল আর্নে স্লটের শিষ্যরা। দলের জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচের মধ্যে ছয়টিতে পরাজয়ের পর গত শনিবার অ্যাস্টন ভিলাকে হারিয়ে জয়ের ধারায় ফেরে লিভারপুল। সেই আত্মবিশ্বাস নিয়েই রিয়ালের বিপক্ষে খেলতে নামে তারা—আর অ্যানফিল্ডে যেন লাল ঝড় উঠল। খেলার একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে।
ম্যাচের ৬১তম মিনিটে ডমিনিক সোবোস্লাইয়ের নিখুঁত ফ্রি-কিক থেকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ম্যাক অ্যালিস্টার। তার সেই গোলেই নির্ধারিত হয় ভাগ্য। স্কোরলাইনে ব্যবধান এক হলেও খেলার মাঠে লিভারপুলের আধিপত্য ছিল স্পষ্ট ও প্রভাবশালী।
পুরো ম্যাচে রিয়ালের রক্ষাকবচ হিসেবে একাই লড়েছেন থিবো কুর্তোয়া। দুর্দান্ত ফর্মে থাকা এই বেলজিয়ান গোলরক্ষক একাধিক অবিশ্বাস্য সেভ করেছেন—এর মধ্যে সোবোস্লাইয়ের চারটি শট এবং ভার্জিল ফন ডাইকের এক শক্তিশালী হেড ছিল অন্যতম।
রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপে পুরো ম্যাচে ছিলেন ছায়ার মতো। আক্রমণে ধার না থাকায় দলটি ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি। ম্যাচের শেষ দিকে সাবেক লিভারপুল তারকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড রিয়ালের হয়ে মাঠে নামলেও তেমন প্রভাব ফেলতে পারেননি; উল্টো তার নাম ঘোষণার সময় অ্যানফিল্ড গ্যালারিতে উঠেছিল তীব্র দুয়ো।
এই জয়ে ‘রেডস’রা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে। ম্যাচ শেষে কোচ আর্নে স্লট বলেন, “এটা শুধু জয় নয়, এটা আমাদের দলের আত্মবিশ্বাস ফেরানোর মুহূর্ত।”
