বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

বাংলাদেশের সামনে ২৭৬ রানের টার্গেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:৫৫, ৫ নভেম্বর ২০২৫

বাংলাদেশের সামনে ২৭৬ রানের টার্গেট

বাংলাদেশের সামনে ২৭৬ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। ছবি: সংগৃহীত

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৭৬ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। ফয়সাল খানের দুর্দান্ত সেঞ্চুরি ও অধিনায়ক মাহবুব খানের অবিচল ইনিংসে ভর করেই সফরকারীরা নির্ধারিত ৫০ ওভারে তোলে ৭ উইকেটে ২৭৫ রান।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ইনিংসের শুরুটা ভালো ছিল না—তৃতীয় ওভারেই মাত্র ১০ রানে প্রথম উইকেট হারায় দলটি। তবে এরপর দৃঢ়তায় ব্যাট হাতে দলকে টেনে তোলেন ফয়সাল খান। ১০৫ বল মোকাবিলায় ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০০ রানের সেঞ্চুরি করেন এই ডানহাতি ব্যাটার।

বাংলাদেশের হয়ে আজিজুল হাকিম তামিম তার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিলে খানিকটা চাপ তৈরি হয় আফগান শিবিরে। একপর্যায়ে ২১০ রানে ৫ উইকেট হারায় তারা। কিন্তু শেষ দিকে অধিনায়ক মাহবুব খানের দৃঢ় ইনিংস দলকে বড় পুঁজিতে পৌঁছে দেয়। তিনি ৭৮ বলে ৬৮ রানে অপরাজিত থেকে যান।

বাংলাদেশের পক্ষে আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম নেন দুটি করে উইকেট। বাকি উইকেটগুলো ভাগাভাগি করেন দলীয় বোলাররা।
এখন রাজশাহীর মাঠে বাংলাদেশের ব্যাটারদের সামনে বড় পরীক্ষা—২৭৬ রানের লক্ষ্য তাড়া করে সিরিজে ফিরতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে
বাংলাদেশের সামনে ২৭৬ রানের টার্গেট
খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ