অবসরের পর পরিবারের সঙ্গে সময় কাটাতে চান রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৩৮, ৫ নভেম্বর ২০২৫
রোনালদোর পরিবার। ছবি: সিএনএন
বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, ফুটবল মাঠ ছাড়ার সময় ঘনিয়ে এসেছে। পিয়ার্স মরগানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন,“শিগগিরই অবসর নেব। আমি জানি, এটা কঠিন হবে। হয়তো কাঁদবও। কিন্তু আমি অনেক আগেই ভবিষ্যৎ ভেবে রেখেছি। এখন মানসিকভাবে প্রস্তুত।”
৪০ বছর বয়সী রোনালদো বর্তমানে সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলছেন। তাঁর চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে এর আগেই তিনি ফুটবল থেকে বিদায় নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। তবুও তিনি চান ২০২৬ সালের যুক্তরাষ্ট্র–কানাডা–মেক্সিকো বিশ্বকাপে শেষবারের মতো জাতীয় দল পর্তুগালের হয়ে খেলতে।
রোনালদো বলেন, “ফুটবলে গোল করার যে উত্তেজনা, তার তুলনা নেই। কিন্তু এখন আমার অন্য কিছুতে আগ্রহ আছে। অবসরের পর আমি নিজের জন্য সময় রাখতে চাই, পরিবারের সঙ্গে থাকতে চাই, সন্তানদের বড় করতে চাই। আরও বেশি পারিবারিক মানুষ হতে চাই।”
এই ফুটবলার ইতিমধ্যেই নিজের ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন এবং ২৩ বছরের দীর্ঘ পেশাদার জীবন কাটিয়েছেন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে—ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে।
রোনালদোর পরিবারিক জীবনে আছেন বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ ও তাঁদের পাঁচ সন্তান। তাঁর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র এখন আল নাসরের যুব দলে খেলছে এবং পর্তুগালের অনূর্ধ্ব দলেও সুযোগ পেয়েছে।
ফুটবলের বাইরে রোনালদো এখন এক সফল উদ্যোক্তা। ৩৯ বছর বয়সেই বিলিয়নিয়ার হওয়ার লক্ষ্য পূরণ করেছেন তিনি। নিজের ব্র্যান্ড ‘সিআর৭’-এর অধীনে অন্তর্বাস, আফটারশেভ ও ফিটনেস পণ্য বিক্রি করেন। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ মিলিয়ন ছাড়িয়েছে।
এ মুহূর্তে রোনালদো ‘ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৫’-এর গ্লোবাল অ্যাম্বাসেডর, যা অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে।
তিনি বলেন,“আমি ইউএফসি দেখতে ভালোবাসি, প্যাডেল খেলতেও ভালো লাগে। নিজের কোম্পানিগুলোর দিকেও মনোযোগ দিতে চাই। আমি ইউটিউবার হব না, তবে ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে চাই।”
