বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

দায়িত্ব ছাড়ছেন আফগান হেড কোচ জোনাথন ট্রট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:১১, ৫ নভেম্বর ২০২৫

দায়িত্ব ছাড়ছেন আফগান হেড কোচ জোনাথন ট্রট

আফগান হেড কোচ জোনাথন ট্রট / ফাইল ছবি

আফগানিস্তান ক্রিকেটের এক সোনালি অধ্যায়ের পথ প্রদর্শক জোনাথন ট্রট। আফগান ক্রিকেটের প্রধান কোচ হিসেবে জোনাথন ট্রটের সফলতম মেয়াদ শেষ হবে আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের পর। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গত সোমবার (৩নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

বোর্ড জানায়, এই সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার একটি অংশ ২০২৬ এর পরের সময়ের জন্য জাতীয় দলের রূপরেখা নতুন ভাবে সাজাতে চায় এসিবি।

২০২২ সালে আফগানিস্তান ক্রিকেটের দায়িত্ব নেন ট্রট। এরপর তার অধীনে একের পর এক ঐতিহাসিক সাফল্য ছুঁয়েছে আফগান দল।২০২৩ ওয়ানডে বিশ্বকাপ মঞ্চে ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে বিশ্বকাপে ষষ্ঠ স্থানে শেষ করেছিল আফগানরা।আর সেমিফাইনাল ছিল হাতছোঁয়া দূরত্বে।

এর এক বছর পর, ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান লিখে সোনালী ইতিহাস। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারিয়ে দলটি প্রথমবারের মতো পৌঁছে যায় সেমিফাইনালেরে মঞ্চে। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে শেষ চার থেকে ছিটকে যায় দলটি।

চুক্তির মেয়াদ নিয়ে ট্রট বলেন, ‘আফগান জাতীয় দলের সঙ্গে কাজ করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। তাদের ভেতরের আগ্রহ, লড়াইয়ের মনোভাব আর বড় কিছু করার ক্ষুধা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত। আমি সবসময় আফগান ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক হয়ে থাকব।’

এসিবি প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘জোনাথন ট্রট আমাদের ক্রিকেটের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দলকে এমন অবস্থানে নিয়ে গেছেন যেখানে তারা বিশ্বের বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০২৬ এর পর আমাদের পরবর্তী ধাপে এগিয়ে যেতে এই পরিবর্তন সময়ের দাবি।’

এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ যোগ করেন, ‘ট্রটের পেশাদারিত্ব এবং নিষ্ঠা আফগান ক্রিকেটের বিকাশের গুরুত্বপূর্ণ সময়কে সমর্থন দিয়েছে। তার অবদানকে আমরা সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।’

শুধু পরিসংখ্যানেই নয়, মানসিক শক্তিতেও নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন ট্রট। এখন একটাই প্রশ্ন, ট্রট-পরবর্তী যুগে কে হবেন সেই মানুষটি, যিনি আফগান ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবেন?

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে
বাংলাদেশের সামনে ২৭৬ রানের টার্গেট
খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ