বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

জাহানারার -নিগারের ফেসবুকে লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:২১, ৫ নভেম্বর ২০২৫

জাহানারার -নিগারের ফেসবুকে লড়াই

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলে যেন নতুন ঝড়। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগ তুলেছেন সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম। তার সাক্ষাৎকারে উঠে এসেছে নানা বিস্ফোরক অভিযোগ—দলের পরিবেশ থেকে শুরু করে আচরণগত ইস্যু পর্যন্ত। বিষয়টি প্রকাশ্যে আসতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে অভিযোগগুলো অস্বীকার করেছে।

তবে নীরব ছিলেন অধিনায়ক নিগার সুলতানা। অবশেষে বুধবার নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে মুখ খুললেন তিনি—প্রকারান্তরে জবাবও দিলেন জাহানারার মন্তব্যের।

নিগার লিখেছেন—“কিছু বলছি না, তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই এমন! দলটা আমাদের সবার। এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে, তখন এত নেতিবাচক মন্তব্য, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে! অবাক লাগে—যারা এসব করছেন, তারাই একসময় এই দলটাকে ভালোবেসে আগলে রেখেছিলেন, গড়ে তুলেছিলেন।”

তার পোস্টে স্পষ্ট বোঝা যায়, তিনি কারও নাম উল্লেখ না করেও সরাসরি জাহানারার মন্তব্যকেই ইঙ্গিত করছেন।

নিগার আরও লিখেছেন—“যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্মে থাকেন, তখনই দলের প্রতিটা বিষয় খারাপ হয়ে পড়ে, দলের মানুষ, পরিবেশ সব কিছু! শ্রদ্ধা আসবে তাদের প্রতি, যারা এই দলের প্রতি আস্থা রেখেছেন। গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় আসলেও তা কার্যকর হবে না আশা করি।”

এর আগে মঙ্গলবার বিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী দলের ভেতরে কোনো শত্রুতা বা বৈরিতা নেই। বরং দলটি সাম্প্রতিক সময়ে ইতিহাসের অন্যতম সফল সময় পার করছে। বোর্ডের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, দলীয় ঐক্য নষ্ট হয় এমন যেকোনো প্রচেষ্টা তদন্তের আওতায় আনা হবে।

বাংলাদেশ নারী দল বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। জাহানারা ও নিগার—দুজনেই এই সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সাম্প্রতিক এই বিতর্ক হয়তো দলের সমন্বয়কে নতুন এক পরীক্ষার মুখে ফেলবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে
বাংলাদেশের সামনে ২৭৬ রানের টার্গেট
খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ