বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

এনসিপির জন্য বিএনপি  ৮-১০টি আসন ছাড়তে পারে 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:১০, ৫ নভেম্বর ২০২৫

এনসিপির জন্য বিএনপি  ৮-১০টি আসন ছাড়তে পারে 

এনসিপি ও বিএনপি। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি তার সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা দেওয়ার পর দলটি জানায়, অবশিষ্ট ৬৩টি আসন শরিক ও সহযোগী রাজনৈতিক দলের জন্য বরাদ্দ থাকবে। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, নতুন উদীয়মান রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর জন্য বিএনপি ৮ থেকে ১০টি আসন ছাড়তে পারে।

সূত্রমতে, বিএনপি ও এনসিপির মধ্যে জোট চূড়ান্ত হলে এনসিপির হাতে অন্তত ৮–১০টি আসন দেওয়া হতে পারে। আলোচনায় থাকা সম্ভাব্য আসনগুলো হলো—ঢাকা–১১ (নাহিদ ইসলাম), রংপুর–৪ (আখতার হোসেন), পঞ্চগড়–১ (সারজিস আলম), কুমিল্লা–৪ (হাসনাত আবদুল্লাহ), ঢাকা–১৮ (নাসিরুদ্দীন পাটওয়ারী), ঢাকা–৯ (তাসনিম জারা), নরসিংদী–২ (সারোয়ার তুষার), নোয়াখালী–৬ (হান্নান মাসউদ) ও ঢাকা–১৪ (আদিবুল ইসলাম আদীব)।

দলীয় সূত্রে জানা যায়, এনসিপির সঙ্গে বিএনপির কয়েক দফা অনানুষ্ঠানিক বৈঠক ইতোমধ্যেই হয়েছে। বিএনপি চাইছে, সংস্কারপন্থী ও গণতান্ত্রিক ধারার নতুন দলগুলোকে পাশে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারে এক নতুন রাজনৈতিক জোট গঠন করতে।

এনসিপির নেতারা জানিয়েছেন, দলটি চিরায়ত ‘বিরোধ আর প্রতিহিংসার’ রাজনীতির বাইরে গিয়ে জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নকে অগ্রাধিকার দিতে চায়। সেই লক্ষ্যেই তারা বিএনপিসহ সমমনা দলের সঙ্গে জোট গঠনের আলোচনা চালিয়ে যাচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির একাধিক নেতা জানিয়েছেন, “আমরা বিশ্বাস করি, দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া উন্নয়ন টেকসই নয়। তাই যারা নাগরিক অধিকার, স্বচ্ছ প্রশাসন ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিতে প্রস্তুত, তাদের সঙ্গে আমরা একত্র হতে চাই।”

দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা বিদ্বেষের নয়, ঐক্যের রাজনীতি চাই। জনগণের পক্ষে সংস্কারই আমাদের মূল অঙ্গীকার।”

এনসিপি সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে এবং তাদের সাংগঠনিক কাঠামো দ্রুত সম্প্রসারিত হচ্ছে। দলটি নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও স্পষ্ট ইঙ্গিত এসেছে যে, তারা সংস্কারধারার দলগুলোর সঙ্গে সমন্বিত নির্বাচনি প্ল্যাটফর্ম গঠনে আগ্রহী।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির
অনুমোদন পেল জাপাা বরগুনা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে