নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতা–কর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৯, ৫ নভেম্বর ২০২৫
ছবি: সমাজকাল
রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদার (৪০),সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ (৫২),ভাষানটেক থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলী মোল্লা (৫৪),আওয়ামী লীগ কর্মী জুবায়ের হোসেন ওরফে মামুন (৪৮),কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ সিদ্দিকী (৫১),আওয়ামী লীগ কর্মী মো. রমজান (৪৭ এবং রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ ভূঁইয়া (৪৯)।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাসির আহমেদকে এবং রাত ১০টার দিকে ভাটারা থানার বারিধারা এলাকা থেকে হাসান আলী মোল্লাকে গ্রেফতার করা হয়।
এর আগে দুপুর ২টার দিকে মতিঝিল বিভাগের একটি দল পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আশরাফ সিদ্দিকী ও মো. রমজানকে আটক করে।
অন্যদিকে, একই রাতে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশারফ ভূঁইয়াকে এবং আদাবর থানার শ্যামলী আবাসিক এলাকা থেকে জুবায়ের হোসেন ওরফে মামুনকে গ্রেপ্তার করে।
পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ডিবি মতিঝিল বিভাগ ধানমন্ডি এলাকা থেকে জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদারকে আটক করে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের রাজনৈতিক কার্যক্রমের পেছনে অন্য কোনো ষড়যন্ত্র বা সংগঠন সক্রিয় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
