দক্ষিণ কোরিয়ার বন্দরে মার্কিন পারমাণবিক রণতরী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:৫৪, ৫ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের পারমাণবিক রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। ছবি: মেহর নিউজ এজেন্সি
দক্ষিণ কোরিয়ার বুসান নৌঘাঁটিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। বুধবার (৫ নভেম্বর) সকালেই রণতরীটি বন্দরজুড়ে নোঙর করে—সংবাদটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইওনহ্যাপ।
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের এই যুদ্ধজাহাজের সঙ্গে রয়েছে একটি মিসাইল ক্রুজার ও দুটি এইজিস সিস্টেম-সজ্জিত ধ্বংসাত্মক জাহাজ। সফরের আনুষ্ঠানিক উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে—নৌযানের রসদ পুনরায় সরবরাহ ও নাবিকদের বিশ্রাম নিশ্চিত করা। তবে বিশ্লেষকেরা বলছেন, এটি কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই শক্তি প্রদর্শনের একটি কৌশলগত পদক্ষেপ।
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে,`যুক্তরাষ্ট্রের পঞ্চম বিমানবাহী রণতরী গ্রুপের আগমন উপলক্ষে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করা হবে। এর ফলে প্রতিরক্ষা সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছাবে ‘
নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরীর প্রথম দক্ষিণ কোরিয়া সফর। সর্বশেষ চলতি বছরের মার্চে মার্কিন নৌবাহিনীর আরেকটি রণতরী বুসান বন্দরে প্রবেশ করেছিল।
মার্কিন যুদ্ধজাহাজের এই উপস্থিতিকে ‘চরম শত্রুতা’ বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেন,‘ওয়াশিংটনের এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপে অস্থিতিশীলতা বাড়াবে এবং আমাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করবে।’
বিশ্লেষকেরা মনে করছেন, ওয়াশিংটনের এই উপস্থিতি মূলত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও চীনের সামরিক সম্প্রসারণের প্রেক্ষাপটে শক্তি প্রদর্শনেরই অংশ।
